৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চায় জামায়াত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান  © টিডিসি সম্পাদিত

আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, অনেক রাজনৈতিক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে জামায়াতকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে তিন শর্তের ভিত্তিতেই তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। 

তিনি জানান, সব নাগরিকের জন্য ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির অবসান ঘটানো ছাড়া দেশের শ্রমজীবী মানুষ ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা সম্ভব নয় এবং শান্তি প্রতিষ্ঠার পথও সুগম হবে না।

তিনি বলেন, ‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজের রন্দ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে।’

আরও পড়ুন: ‘ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না’

নির্বাচনব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে। তাই আগামীর  নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ গড়ার সুযোগ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক নির্বাচনের আগে ওয়াদা করে ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করবে না জানাব পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কুরআনের আইন প্রতিষ্ঠা করবেন।’

জামায়াত আমির বলেন, ‘অনেকে আমাকে বলেন, আমার জন্য বুলেটপ্রুফ গাড়ি দরকার। কিন্তু আমি আল্লাহর কাছে আমার নিরাপত্তা প্রত্যাশা করি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence