জনগণের মতামত নিয়ে ইশতেহার বানাবে জামায়াত, আসছে ৭ দিনের ‘স্পেশাল ডিজিটাল ক্যাম্পেইন’

জামায়াতের লোগো
জামায়াতের লোগো   © ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের মতামতকে ইশতেহারে প্রতিফলিত করতে সাত দিনব্যাপী ‘স্পেশাল (বিশেষ) ডিজিটাল ক্যাম্পেইন’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এবার ইশতেহার প্রণয়ন করবে জামায়াত।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নীতি গ্রহণ করেছে দলটি। জনতার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সরাসরি জানতে এবং সেই অনুযায়ী ইশতেহারকে সমৃদ্ধ করতে তারা জনগণের পরামর্শ নেবেন।

তিনি জানান, এ লক্ষ্য সামনে রেখে একটি বিশেষ ডিজিটাল ক্যাম্পেইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সাত দিনব্যাপী চলা এ ক্যাম্পেইনে একটি অ্যাপের মাধ্যমেও জনমত সংগ্রহ করা হবে, যাতে সাধারণ মানুষের মতামত ও প্রস্তাবনা সরাসরি জামায়াতের ইশতেহারে প্রতিফলিত হতে পারে।

জুবায়ের আরও বলেন, ক্যাম্পেইন চলাকালে ছাত্র-যুবক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা শিক্ষা, অর্থনীতি, আন্তর্জাতিক অঙ্গনসহ সব গুরুত্বপূর্ণ খাতে নিজেদের মতামত জানাতে পারবেন। 

জুবায়ের আরও বলেন, ক্যাম্পেইনে পাওয়া মতামতগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে যাচাই-বাছাই করা হবে। এরপর সেগুলোর আলোকে আরও সমৃদ্ধ, আধুনিক ও যুগোপযোগী ইশতেহার প্রকাশ করবে জামায়াতে ইসলামী।

এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সংক্রান্ত একটি পোস্টার শেয়ার করে ফেসবুক পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই, আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence