জামায়াত আমির

২০০ আসনে বিজয়ী হলেও দেশের স্বার্থে জাতীয় সরকারই গঠন করব

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান  © সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০০ আসনে এককভাবে বিজয়ী হলেও দেশের স্বার্থ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জামায়াত জাতীয় সরকারই গঠন করবে। আজ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

বৈঠকে ইইউ প্রতিনিধিরা রোহিঙ্গা সমস্যা, সবার নিরাপত্তা, নির্বাচনী ইশতেহার ও নির্বাচন পরবর্তী ১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এ সময় জামায়াত আমির তাদের আশ্বস্ত করে বলেন, ক্ষমতায় এলে তার দল ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ গড়ে তুলবে।

তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক শক্তিকে বাদ দেব না। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত এবং দুর্নীতি রোধে আগামী পাঁচ বছর জাতীয় সরকার প্রয়োজন।

জাতীয় সরকারে যুক্ত হওয়ার জন্য দুটি শর্তও উল্লেখ করেন-১. কেউ দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না; ২. সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে এবং বিচারব্যবস্থায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বিষয়ে তিনি বলেন, দেশে ভোটারদের সচেতনতা এখনো পর্যাপ্ত নয়; একই দিনে দুটি ভোটগ্রহণ হলে উভয় প্রক্রিয়ার ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। তাই দুটি নির্বাচন আলাদা করার পরামর্শ দেন তিনি।

ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমরা মনে করি নির্বাচন নির্ধারিত সময়েই, ফেব্রুয়ারিতেই হওয়া উচিত।’

সংখ্যানুপাতিক (পিআর) ভোটব্যবস্থার প্রতি দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের স্বার্থেই এ পদ্ধতির দাবি জানানো হয়েছে এবং ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়নে থাকবেন প্রতিশ্রুতিবদ্ধ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence