জামায়াতের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ PM
সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থী হিসেবে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলটির কক্সবাজার জেলা শাখার আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। স্থানীয় এলাকা, জনপদ ও হাটবাজারে নিয়মিত পথসভা, গণসংযোগ ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করছেন।
এদিকে গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী এলাকায় এক সমাবেশে জনসম্মুখে হাত উঁচিয়ে সমর্থন প্রদর্শন করে আনোয়ারীর পক্ষে সরাসরি মাঠে নেমেছেন একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। উল্লেখ্য, তিনি আনোয়ারীর আপন ছোট ভাই।
আরও পড়ুন: নির্বাচনী এলাকায় হেনস্থার শিকার ব্যারিস্টার ফুয়াদ
উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-তরুণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের সময় তিনি আনোয়ারীকে সমর্থন জানিয়ে বলেন, আমরা সৎ লোকের শাসন চাই, এজন্য নতুন বাংলাদেশে আপনাদের জন্য নতুন নেতৃত্ব নিয়ে হাজির হয়েছি। আমরা আপনাদের সামনে পেশ করছি আমাদের নতুন নেতৃত্ব অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে।
এসময় তিনি মঞ্চে উপস্থিত সমাবেশের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী জেনারেল মুহাম্মদ শাহজাহানকে ডেকে তুলেন এবং মাঝখানে আনোয়ারীকে রেখে ঘোষণা দেন, আমরা দুই জন দুইপাশে আছি, আপনারা উখিয়া-টেকনাফে এই তিনজনের উপর আস্থা-বিশ্বাস রাখতে পারেন।