এরপর পাকিস্তান : ইসরায়েলের সাবেক মন্ত্রীর হুমকি

ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আরবি ও উর্দু ভাষায় এক পোস্টে তিনি এই হুমকি দেন।
তিনি লেখেন, ‘ইরানের পারমাণবিক অভিযানের পর, আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার দিকে অগ্রসর হতে পারি।’
তিনি আরও বলেন, ‘ইরান থেকে পাকিস্তান খুব দূরে নয়। আপনাদের উপলব্ধিই ও বোধগম্যতাই যথেষ্ট।’
মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের সরকারি কোনো পদে নেই। তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনো বেশ প্রভাবশালী; বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন গুরুত্বপূর্ন সদস্য তিনি।
আরও পড়ুন : নিজ ঘরে মিলল ইসরায়েলি ২ নারীর গুলিবিদ্ধ মরদেহ
সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তাকে উল্লেখ করে বলেছেন যে এই ধরনের হুমকি কেবল পাকিস্তানের সংকল্প এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করে।
প্রতিক্রিয়ায় অনেকে মাসরিকে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ এবং অতীতের কূটনৈতিক সংযমের কথা মনে করিয়ে দিয়েছেন।
এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের বার্তা খুবই পরিষ্কার— ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়। পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।’
এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দাবি করা হয়েছে যে পাকিস্তান ইরানের ওপর যেকোনো আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছে। যদিও পাকিস্তান সরকার স্পষ্টভাবে এই দাবি অস্বীকার করেছে।