নিজ ঘরে মিলল ইসরায়েলি ২ নারীর গুলিবিদ্ধ মরদেহ

দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ
দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ  © সংগৃহীত

ইসরায়েলে নিজ বাড়ি থেকে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় তেলশেভায় পারিবারিক বাড়িতে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তারা ২০ বছর বয়সী। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং এ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে ইসরায়েলে ইরানের একের পর এক মিসাইল হামলা অব্যাহত আছে। এ নিয়ে দেশটির বাসিন্দারা শঙ্কিত। দিনে ও রাতে, যখনই হামলা হয় নাগরিকদের নিজ ঘর ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে। গভীর রাতেও তারা ছুটছে সন্তান ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। এমন গোলযোগপূর্ণ সময়ে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ দেশটিতে আতঙ্ক ছড়িয়েছে।

এদিকে ইরানের হামলার পর ইসরায়েলের হাইফার বাজান তেল শোধনাগার অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছেন সেখানকার মেয়র ইয়োনা ইয়াহাভ। রয়্যাল নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের হামলার পর এ আহ্বান জানিয়ে মেয়র ইয়োনা ইয়াহাভ দাবি করেন, ইরানের হামলায় তেল শোধনাগারে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। নির্ভরযোগ্য জ্বালানি সম্পদ হিসেবে এর কার্যকারিতা সীমিত হয়ে পড়েছে।

এ ছাড়া ইসরায়েলের চ্যানেল-১৪ অফিস খালি করে দিতে বলেছে ইরান। গতকাল বৃহস্পতিবার দেশটির সবচেয়ে বড় হাসপাতাল বে'র শেভার সোরোকা মেডিকেল সেন্টারে আঘাত হানে ইরানের মিসাইল। এ নিয়েও দেশে আতঙ্ক তৈরি হয়।

সব মিলিয়ে ব্যাপক আতঙ্কে দিন কাটছে ইসরায়েলিদের।


সর্বশেষ সংবাদ