ইসরায়েলকে হামলার চড়া মূল্য দিতে হবে: ইরান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩৫ PM

পারমাণবিক স্থাপনাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানের রাজধানী তেহরান এবং মধ্যাঞ্চলের নাতাঞ্জ শহরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, ‘জায়নবাদী এই আগ্রাসনের জবাব অবশ্যই দেওয়া হবে। ইসরায়েলকে এর চড়া মূল্য দিতে হবে এবং আমাদের সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইরান কখনো সংঘাত চায় না, কিন্তু আক্রমণের জবাবে আত্মরক্ষা করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।’
এর আগে, শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সদর দপ্তর এই হামলার প্রধান লক্ষ্য ছিল। শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে। ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘নেশন অফ লায়ন্স’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।