বিএমইউ উপ-উপাচার্য

‘ব্রিটিশ-পাকিস্তানি শাসন থেকে মুক্ত হয়েছি, কিন্তু প্রত্যাশার বাংলাদেশ গড়তে পারিনি’

১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ PM
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিএমইউ প্রশাসন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিএমইউ প্রশাসন © সংগৃহীত

স্বাধীনতা ও বিজয়ের ৫৪ বছরেও আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়ে তুলতে পারিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন তিনি। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপ-উপাচার্য এই মন্তব্য করেন।

অধ্যাপক আবুল কালাম আজাদ বিজয় দিবসকে জাতির শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, মহান বিজয় দিবসের অঙ্গীকার হল একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। আমরা বৃটিশ শাসন ও শোষণ থেকে এবং পাকিস্তানি শাসন ও শোষণ থেকে মুক্ত হয়েছি। কিন্তু স্বাধীনতা অর্জন ও বিজয়ের ৫৪ বছরে আজও জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়ে তুলতে পারিনি।

এ সময় শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান উপ-উপাচার্য।

বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএমইউ প্রশাসন। এ ছাড়া বিএমইউ হাসপাতালে রোগীদের মাঝে উন্নত খাবারও পরিবেশন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. মাসুদ রানা, উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা আজ, অনুষ্ঠিত হবে দুই শহরে
  • ১৩ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার সময়সূচি, আসনসহ খুঁটিনাটি জেনে নিন
  • ১৩ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে হামলা ও খাবার লুট
  • ১৩ জানুয়ারি ২০২৬
ছাত্রত্ব শেষ হওয়া তিন নেতাকে নিয়ে ইবি ছাত্রশিবিরের কমিটি
  • ১৩ জানুয়ারি ২০২৬
ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন
  • ১৩ জানুয়ারি ২০২৬
ভারতে বাংলাদেশ দলের জন্য বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: আই…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9