বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

সপ্তম তলা ‘পরিত্যক্ত’, হল-ডাইনিং বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে হাজারো প্রশিক্ষণার্থী

০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ PM
বিএমইউর এ ব্লক ভবন ও কক্ষের চিত্র

বিএমইউর এ ব্লক ভবন ও কক্ষের চিত্র © টিডিসি ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ঝুঁকিপূর্ণ এ ব্লক ভবনে থাকা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আবাসিক হল বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) জারি করা নোটিশে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত হল বন্ধের তথ্য জানানো হয়েছে। একই সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ডাইনিং হল। এ ছাড়া বেশি ঝুঁকি থাকায় ভবনের সপ্তম তলা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বেশ বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বন্ধের মেয়াদ বৃদ্ধির বিষয়টি জানিয়ে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ডা. মো. জামাল উদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ব্লকের হল ও ডাইনিং আরও সাত দিনের জন্য বন্ধ করা হয়েছে। আমাদের সংস্কার কাজ চলছে। এ ছাড়া ভবনের সপ্তম তলা পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থী চিকিৎসকরা বলছেন, হল বন্ধ থাকায় বাইরে থেকে প্রশিক্ষণ চালিয়ে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের জন্য। বিশেষ করে আকস্মিক সিদ্ধান্ত হওয়ায় আবাসন নিয়ে ওই সময়েই দুর্ভোগ পোহাতে হয় তাদের। সাত দিন পর এসে আবারও একই সিদ্ধান্ত জানানোয় আবারও সমস্যার মুখোমুখি হয়েছেন তারা।

আরও পড়ুন: ৫ বিভাগের মেডিকেল কলেজের দায়িত্ব থেকে রাবি-চবি-শাবি আউট, ঢাবির খবরদারিত্ব কেন রয়েই গেল?

3
ভবনের সপ্তম তলার ডাইনিং হলে স্বল্পমূল্যে খাবার গ্রহণ করতেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক রেসিডেন্ট চিকিৎসক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত ২৫ নভেম্বর হল বন্ধের নোটিশ দেওয়ার পর ২ ডিসেম্বর পর্যন্ত সংস্কার কাজ চালানোর কথা থাকলেও তেমন কিছুই করা হয়নি। এখন আবারও বন্ধ ঘোষণা করা হচ্ছে, যা প্রশিক্ষণার্থীদের হয়রানি করতেই করা হচ্ছে।

আরেক প্রশিক্ষণার্থী চিকিৎসক বলেন, সামনে বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ফেজ-এ ও ফেজ-বি এবং এফসিপিএস প্রশিক্ষণার্থীদের পরীক্ষা। এ সময়ে হল বন্ধ করে দেওয়ায় বিপদে পড়তে হয়েছে। এ ছাড়া সারাদিন ভবনের পঞ্চম তলায় কেন্দ্রীয় গ্রন্থাগারে শত শত চিকিৎসক পড়াশোনা করেন। সপ্তম তলার ডাইনিংয়ে স্বল্পমূল্যে তিন বেলার খাবার গ্রহণের সুযোগ ছিল। এখন সেটি বন্ধ হয়ে গেছে। আমাদের চড়া দামে বাইরে থেকে খাবার নিতে হচ্ছে।

আরও পড়ুন: হোস্টেল নির্মাণ ও নিয়োগসহ তিন দাবিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

বিএমইউর কেন্দ্রীয় গ্রন্থাগার
ভবনের পঞ্চম তলায় কেন্দ্রীয় গ্রন্থাগারে দিনভর শত শত চিকিৎসক পড়াশোনা করেন

সপ্তম তলা পুরোপুরি বন্ধ করা হলে ডাইনিং হলের কী হবে জানতে চাইলে হল প্রভোস্ট ডা. জামাল উদ্দীন আহমদ বলেন, আমরা ডাইনিং হলটি অন্যত্র সরিয়ে নিব। তবে নতুন করে কোথায় ডাইনিং কার্যক্রম শুরু করা যায় এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এজন্য আমরা এখনই ডাইনিং কার্যক্রম শুরু করতে পারছি না।

এর আগে গত ২৪ নভেম্বর ‘৪ তলা বাড়িয়ে হয়েছে সাত, ‘অতি ঝুঁকি’ নিয়েই মেডিকেল শিক্ষার্থীদের বাস এই ভবনে’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর সাত দিনের জন্য হল বন্ধের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৫ নভেম্বর এক নোটিশে ২ ডিসেম্বর পর্যন্ত সেই হল খালি করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হলের ডাইনিং বন্ধ করে সংস্কার কাজ চালানো হবে বলেও জানানো হয়।

এদিকে গত ২৬ নভেম্বর ভবনের চতুর্থ তলায় ডেন্টাল অনুষদের পরিত্যক্ত ক্লাসরুমের সামনের কক্ষটি এক্সরে রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই দিনই একদিনের জন্য কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ করা হয়।

ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9