আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা

শিশুদের অপুষ্টি দূর না হতেই নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফাস্টফুড-জাঙ্কফুড

০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩০ PM
আন্তর্জাতিক সম্মেলনে অতিথিরা

আন্তর্জাতিক সম্মেলনে অতিথিরা © সংগৃহীত

দেশে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা অনেকটা দূর হলেও নতুন করে সমস্যা দেখা দিয়েছে শিশুদের মাঝে ফাস্টফুড, জাঙ্কফুড প্রভৃতি খাওয়ার তীব্র প্রবণতা। এখনই এই প্রবণতা থেকে শিশুদের বিরত করা না গেলে ভবিষ্যতে এটি বড় ধরণের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ সোসাইটি অব পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন্সের ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দু’দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৬ শতাধিক শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও নিউট্রিশন বিষয়ক শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী সম্মেলনে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের গ্যাস্ট্রিক, লিভার রোগ ও পুষ্টি সম্পর্কিত সমস্যার প্রতিকার, প্রতিরোধ, সচেতনা বৃদ্ধি, সর্বাধুনিক চিকিৎসাসেবা ও শিশু বিষয়ক গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসাসবো কার্যক্রম প্রসারের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও নিউট্রশন বিষয়ে গবেষণা ও চিকিৎসা শিক্ষার বিষয়ে আরো গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

এ সময় বক্তারা বলেন, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার সাথে শিশুদের গ্যাস্ট্রোএন্টারোলজি ও নিউট্রশনের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তাই কী ধরণের খাবার খাওয়া প্রয়োজন এবং কী কী খাবার খাওয়া উচিত না, সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে।

আয়োজকরা জানান, বাংলাদেশ সোসাইটি অব পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রশনের আন্তর্জাতিক সম্মেলন শিশুদের হেপাটাইটিস, ডায়রিয়া ও ক্রনিক লিভার ডিজিজ প্রতিরোধ এবং এই বিষয়ে জনসচেতনা বৃদ্ধি, চিকিৎসকদের মাঝে জ্ঞানের আদান প্রদানসহ শিশুদের লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক চিকিৎসার প্রসার ও গবেষণায় বিরাট অবদান রাখবে। এছাড়া শিশুদের সু-স্বাস্থ্যের জন্য অপরিহার্য যথাযথ পুষ্টির নিশ্চয়তা প্রদানেও ভূমিকা রাখবে।

বিএমইউর শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে শিশুদের লিভার রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টিজনিত সমস্যার উন্নত চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। একই সাথে এ বিষয়ে উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান আয়োজকরা।

সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এএসএম বজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি মহাসচিব অধ্যাপক ডা. মো. রোকনুজ্জামান। অনুষ্ঠান শেষে সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মো. আতিয়ার রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৃহত্তর স্বার্থে বয়কট পুনর্বিবেচনা ক্রিকেটারদের, শর্তসাপেক্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে আসছে না ইসলামী আন্দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
বুয়েটে ‘ফ্রন্টিয়ারস ইন সায়েন্স’ শীর্ষক ২য় আন্তর্জাতিক সম্মে…
  • ১৫ জানুয়ারি ২০২৬
হিট অফিসার বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ, নেপথ্যে কী
  • ১৫ জানুয়ারি ২০২৬
পথিকৃৎ থেকে অনুকরণীয় এক মডেল বিশ্ববিদ্যালয়
  • ১৫ জানুয়ারি ২০২৬
দুই বছরের মুনাফা পাবেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9