‘জাতীয় জরুরি প্রয়োজন’ ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

০৬ নভেম্বর ২০২৫, ০৮:২৯ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © সংগৃহীত

জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যসেবার সকল প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বদলি ও পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনতে অটোমেশন পদ্ধতি চালু হওয়া এ পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, জুনিয়র কনসালটেন্ট এবং বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত চিকিৎসকরা প্রায়শই উচ্চতর পদে চলতি দায়িত্ব ও পছন্দের প্রতিষ্ঠানে বদলি ও পদায়নের জন্য বিচ্ছিন্নভাবে আবেদন দাখিল করছেন। বিভিন্ন পদ ও বিষয়ে চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এ সকল বদলি-পদায়নের আবেদন নিষ্পত্তি করা সম্ভবপর হচ্ছে না।’

এতে আরও বলা হয়, ‘তাছাড়া শীঘ্রই পদোন্নতির কার্যক্রম সম্পন্ন করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকের পছন্দ, বিসিএস ও মেধাক্রমের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনায় অটোমেশন পদ্ধতিতে বদলি-পদায়ন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে প্রেক্ষিতে, জাতীয় জরুরি প্রয়োজন ব্যতিরেকে আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ রাখা প্রয়োজন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমতাবস্থায় বদলি-পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের পাশাপাশি এ প্রক্রিয়াকে আরও তরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন পদ্ধতিতে বদলি-পদায়ন কার্যক্রম শুরু না করা পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ব্যতিরেকে আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হল।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬০ জন
  • ১৫ জানুয়ারি ২০২৬
এটা ঐতিহাসিক যাত্রার ঐতিহাসিক মুহূর্ত: নাহিদ ইসলাম 
  • ১৫ জানুয়ারি ২০২৬
চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান শাহীন না ফেরার দেশে
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু
  • ১৫ জানুয়ারি ২০২৬
গ্লোবাল পোশাক শিল্পে ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত আইএসইউর অ্য…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বৃহত্তর স্বার্থে বয়কট পুনর্বিবেচনা ক্রিকেটারদের, শর্তসাপেক্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9