অগ্নিকাণ্ডের পর বিএমইউর কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ ঘোষণা

২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫১ PM
বিএমইউর কেন্দ্রীয় গ্রন্থাগার

বিএমইউর কেন্দ্রীয় গ্রন্থাগার © টিডিসি ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এ ব্লক ভবনে অগ্নিকাণ্ডের পর কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে একদিনের জন্য এই বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আজ বুধবার কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ থাকবে। আগামী ২৭ নভেম্বর তারিখ কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকবে।

আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ ভবনের পরিত্যক্ত এক্সরে রুমে আগুন, কর্মচারী ‘পলাতক’

এর আগে বুধবার বেলা ১১টায় এ ব্লকের চতুর্থ তলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারটি দুর্ঘটনার শিকার কক্ষটির ঠিক উপরে ৫ম তলায় অবস্থিত।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাজী নজরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এতে কক্ষের আসবাবপত্র ছাড়া আর কোন ক্ষয়ক্ষতি হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় তিন বছর আগে পরিত্যক্ত হওয়া ডেন্টাল অনুষদের এই এক্সরে কক্ষটিতে রেজাউল করিম নামে এক কর্মচারী অবৈধভাবে থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি (লিভার) বিভাগে কর্মরত। ৪র্থ শ্রেণির কর্মচারী হয়েও তিনি এ ব্লকে কিভাবে বসবাস করতেন এ বিষয়ে কোন সদুত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ৪ তলা বাড়িয়ে হয়েছে সাত, ‘অতি ঝুঁকি’ নিয়েই মেডিকেল শিক্ষার্থীদের বাস এই ভবনে

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কক্ষটি পরিত্যক্ত হলেও রেজাউল করিম অবৈধভাবে থাকতেন। এক্সরে রুম হওয়ায় এখানে হেভি ক্যাবল ব্যবহৃত হত। ফলে কক্ষটি অগ্নিকাণ্ডের দিক থেকে বিপজ্জনক ছিল।

প্রসঙ্গত, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে ২ বছর আগে চিহ্নিত করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত অধিদপ্তর। এ ভবনটি বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীদের হল হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া ভবনটিতে কেন্দ্রীয় গ্রন্থাগার, ডাইনিং ও ক্যাফেটেরিয়া, মসজিদ, ব্লাড ব্যাংক এবং নিচতলায় মার্কেট রয়েছে। ২১ নভেম্বরের শক্তিশালী ভূমিকম্পের পর ভবনটি ফের আলোচনায় আসে। এ নিয়ে গতকাল মঙ্গলবার সাতদিনের জন্য হল বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এর একদিন পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতীকী অনশন
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্কুল বাস থেকে ঢাবির বাস, মেট্রো নিয়ে আবেগী শাহরিয়ার নাফিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
বদনজর কুরআন-হাদিসে প্রমাণিত, রয়েছে সুরক্ষা ও চিকিৎসার নির্দ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9