নোবিপ্রবিতে নবীনবরণ সংবর্ধনায় বক্তব্য রাখছেন উপাচার্য © টিডিসি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের নবীনবরণ সংবর্ধনা ‘গবেষণায় হাতেখড়ি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘বিজ্ঞানের অনুসন্ধানে, জ্ঞানের বিকাশে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি সায়েন্স ক্লাব’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ ক্লাবের অন্যান্য উপদেষ্টাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ব আজ গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষা দিয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। শিক্ষার্থীরা যদি স্নাতক পর্যায় থেকেই গবেষণার সঙ্গে যুক্ত হয়, তাহলে তারা আন্তর্জাতিক পরিসরেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাউসার হোসেন এবং ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম। তারা গবেষণার মৌলিক ধারণা, গবেষণার প্রশ্ন নির্ধারণ, প্রপোজাল লেখা এবং গবেষণা প্রবন্ধ প্রকাশের কৌশলসমূহ নিয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীরা জানান, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক একাডেমিক পরিবেশ আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে নোবিপ্রবির বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।