আইপিসিসির বিশেষ প্রতিবেদনে বিশেষজ্ঞ রিভিউয়ার হলেন নোবিপ্রবি অধ্যাপক

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ PM
ড. আফসানা পারভীন

ড. আফসানা পারভীন © সংগৃহীত

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর বিশেষ রিপোর্ট ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সিটিজ’ (SRCITIES) এর ফার্স্ট অর্ডার ড্রাফট (FOD) মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ রিভিউয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীন। 

জলবায়ু অভিযোজন, নগর স্থিতিস্থাপকতা, প্লাবন-ঝুঁকি, সামাজিক-পরিবেশগত সিস্টেম ও দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ভঙ্গুর জনগোষ্ঠী নিয়ে তার দীর্ঘদিনের গবেষণা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ ভূমিকার সুযোগ পেয়েছেন তিনি।

ড. পারভীন আইপিসিসির এই বিশেষ রিপোর্টের খসড়া পর্যালোচনার মাধ্যমে নগর দুর্যোগ ঝুঁকি, জলবায়ু পরিবর্তনজনিত ভঙ্গুরতা, অভিযোজন পরিকল্পনা, কমিউনিটি ভিত্তিক স্থিতিস্থাপকতা, সামাজিক ও পরিবেশগত ন্যায়বিচারসহ প্রাসঙ্গিক বহু বিষয়ে নিজের গবেষণা অভিজ্ঞতা ও বিশ্লেষণ যুক্ত করবেন। এর ফলে কেবল তার গবেষণাই আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃশ্যমান হবে না, বরং বাংলাদেশসহ বৈশ্বিক দক্ষিণের বাস্তব জলবায়ু সংকট ও নগর ঝুঁকির চিত্র আন্তর্জাতিক জলবায়ু নীতিতেও প্রতিফলিত হওয়ার সুযোগ তৈরি হবে।

বিশ্বের সর্বোচ্চ বৈজ্ঞানিক জলবায়ু মূল্যায়ন সংস্থা আইপিসিসি সময় সময়ে বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশ করে, যা বৈশ্বিক জলবায়ু নীতি, অভিযোজন কৌশল, নগর পরিকল্পনা এবং জলবায়ু অর্থায়নে দিকনির্দেশনা প্রদান করে।

আসন্ন ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সিটিজ’ (SRCITIES) বিশেষ প্রতিবেদনটি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে শহরভিত্তিক জলবায়ু ঝুঁকি, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক ও পরিবেশগত ভঙ্গুরতা এবং নগর অভিযোজনের বৈজ্ঞানিক জ্ঞানকে নতুনভাবে একত্রিত করবে। ফলে এই প্রতিবেদন বিশ্বব্যাপী নগর পরিকল্পনাকারী, নীতিনির্ধারক, উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনার প্ল্যাটফর্মগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।

এই বিষয়ে অনুভূতি ব্যক্ত করে ড. পারভীন বলেন, আমি ২০১৩ সাল থেকেই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছি।  এই বিষয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে নগর ও গ্রামে যে পরিবর্তনটা আসতেছে, মানুষের জীবন জীবিকায় যে পরিবর্তন সেটাই হচ্ছে গবেষণার মূল বিষয়। আইপিসিসি'র প্রাথমিক প্রতিবেদন সেটার ইভাল্যুয়েশনের জন্য আমি নির্বাচিত হয়েছি। আলহামদুলিল্লাহ, উনারা আমার কাজকর্ম দেখে আমাকে সিলেক্ট করেছেন। এটা আসলে আমার একার সাফল্য না; আমার নোবিপ্রবি, আমার ছাত্র-ছাত্রীরা, সহকর্মীরা, যাদের জন্য আমি কাজ করার সুযোগ পেয়েছি, সুযোগ করে দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞ। সবার প্রতি দোয়া আহ্বান যেন সামনে আরো ভালো কিছু করতে পারি।

আইপিসিসি’র এই বিশেষ প্রতিবেদনে বিশেষজ্ঞ রিভিউয়ার হিসেবে নির্বাচিত হওয়া ড. আফসানা পারভীনের ব্যক্তিগত গবেষণা–অর্জনকে যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছে, তেমনি নোবিপ্রবির গবেষণা সক্ষমতা, একাডেমিক উৎকর্ষ এবং বৈশ্বিক জলবায়ু আলোচনায় প্রতিষ্ঠানের অবস্থানকেও আরও সুদৃঢ় করেছে। একজন গবেষক আইপিসিসির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়া যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। এটি ভবিষ্যতে নোবিপ্রবির আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, বহুপাক্ষিক প্রকল্পে অংশগ্রহণ এবং বৈশ্বিক নীতি–আলোচনায় আরও সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অনিক, …
  • ১০ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর শিক্ষাবিদ ইরফানুল বারী আর নেই
  • ১০ জানুয়ারি ২০২৬
‎লাখাইয়ে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
নদীর পাড়ে পড়েছিল চোখ উপড়ে ফেলা মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতার প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9