যবিপ্রবিতে ক্যানসার সচেতনতা-বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

যবিপ্রবির অধ্যাপক ড. মো. শরীফ হোসেন গ্যালারিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়
যবিপ্রবির অধ্যাপক ড. মো. শরীফ হোসেন গ্যালারিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়  © টিডিসি

 শিক্ষার্থীদের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে উৎসাহিত করাসহ ক্যানসার বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন গ্যালারিতে ক্যানসার সচেতনতা-বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪-২০২৫-এর আওতায় বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের তত্ত্বাবধানে যবিপ্রবির জিইবিটি বিভাগের বায়োটেক সোসাইটির সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। 

যবিপ্রবি উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্যানসার আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভাস ক্যানসার আক্রান্ত হওয়ার মূল কারণ। এসব অভ্যাস পরিবর্তন ও নিজের প্রতি যত্নবান হতে পারলে অনেকাংশে প্রাথমিকভাবে প্রতিরোধ করা সম্ভব। আমরা যদি সচেতন নাগরিক হতে পারি এবং খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি তাহলে আমরা জাতিগতভাবে সুস্থ থাকতে পারব।’

আরও পড়ুন: সারা বছর গেট খোলা রাখতে কয়টা অভ্যুত্থান লাগবে?’—প্ল্যাকার্ড হাতে ঢাবি ছাত্রী

ক্যাম্পেইনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির জিইবিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক ইবন আয়ূব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির জিইবিটি বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও প্রভাষক কানিজ ফাতেমা। বক্তারা ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে উৎসাহিত করাসহ ক্যানসার বিষয়ে গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসান।

অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরনা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জিইবিটি বিভাগের শিক্ষার্থী মালিহা খন্দকার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence