এক দিনেই মিলবে ৩–৪ লাখ টাকা ঋণ, পাবেন কীভাবে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ PM
দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের জন্য নতুন দুটি স্কিম এনেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউসিবি বলছে, নতুন উদ্যোক্তাদের জন্য সূচনা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রগতি নামে দুটি স্কিম চালু করা হয়েছে। এর মাধ্যমে নতুন ব্যবসায়ীদের ঋণ পাওয়া সহজ হবে।
এই দুটি স্কিমের মাধ্যমে জামানত ছাড়া ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা ঋণ দেয়া হবে। প্রগতি স্কিমের আওতায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা ঋণ পাবেন। তবে দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। চাইলে একজন শাখা ব্যবস্থাপক এক দিনের মধ্যে এ দুই ধরনের ঋণই দিতে পারবেন। এ জন্য উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ দুই সেবার আওতায় ঋণ নেওয়ার ক্ষেত্রে পুনঃ অর্থায়ন সেবার মাধ্যমে ৭ শতাংশ সুদ ও নিয়মিত ঋণে ১৫ শতাংশ সুদ দিতে হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সূচনা স্কিমটি মূলত নতুন উদ্যোক্তাদের জন্য। এই ঋণ মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করা যাবে। এতে কোনো ধরনের জামানত দিতে হয় না, জামানত ছাড়াই আবেদন করা যাবে। এ ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে উদ্যোক্তাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে না। সূচনা স্কিমে একজন নতুন উদ্যোক্তা এক লাখ থেকে চার লাখ টাকা ঋণ নিতে পারবেন। ঋণ পরিশোধের সময় সর্বোচ্চ দুই বছর। মূলত উদ্যোক্তারা ব্যবসা শুরু, কার্যকর মূলধন, স্থায়ী সম্পদ কেনা ও অন্যান্য প্রাসঙ্গিক ব্যবসায়িক উদ্দেশ্যে এই ঋণ নিতে পারবেন। এই ঋণ নেওয়ার জন্য কোনো ধরনের জামানত প্রয়োজন হবে না।
আরও পড়ুন: ছাত্রদলের সংঘর্ষে শিক্ষার্থী নিহত: ফার্মগেট এলাকায় বিক্ষোভ, অতিরিক্ত পুলিশ মোতায়েন
এই ঋণ নেওয়ার ক্ষেত্রে মোট তিনটি শ্রেণিতে ঋণ দেওয়া হবে। প্রথম শ্রেণিতে দক্ষতা অনুসারে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয়। তাদের কমপক্ষে এইচএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া যাদের কাছে পেশাগত, কারিগরি ও প্রশিক্ষণ সনদ রয়েছে তাঁদের অথবা সরকারি প্রশিক্ষণ–সম্পর্কিত যেকোনো পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে কোর্স বা ডিপ্লোমা থাকলেও ঋণ দেবে ব্যাংকটি।
শ্রেণি বি'র মাধ্যমে ঋণ পেতে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। এ ক্ষেত্রে যারা উদ্যোক্তা হতে চান অথবা সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্ভাবন (আইডিয়া) আছে, তারা অগ্রাধিকার পাবেন।
তৃতীয় শ্রেণির মাধ্যমে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা সম্ভাবনাময় উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের অন্তত দুই বছরের অনানুষ্ঠানিক ব্যবসায়িক অভিজ্ঞতা আছে, যারা আগে কোনো এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তা ঋণ বা ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ নিয়ে সফলভাবে ঋণ শোধ করেছেন—তারা এই শ্রেণিতে অগ্রাধিকার পাবেন।
ইউসিবি'র প্রগতি ঋণ স্কিমের মাধ্যমে মূলত ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পাবেন। এই সেবার আওতায় ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা ঋণ পাওয়া সম্ভব। এই ঋণ পাক্ষিক কিস্তিতে বা ১৫ দিন পরপর শোধ করতে হবে। ঋণ শোধের সময় সর্বোচ্চ দেড় বছর। ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের জামানত প্রয়োজন হবে না। তবে ঋণ আবেদনকারীর বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে এবং ব্যবসায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ঋণ পেতে যা লাগবে
এই দুটি স্কিমের মাধ্যমে ঋণ নিতে গ্রাহককে ট্রেড লাইসেন্স লাগবে। এ ছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। আবেদনের জন্য একজন গ্যারান্টার প্রয়োজন হবে। এ ছাড়া আর্থিক প্রতিবেদন, টালি খাতা কিংবা স্টকের হিসাব থাকতে হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী বলেন, মূলত উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করা এবং ব্যাংকিং ব্যবস্থায় অনভ্যস্ত বা প্রথমবারের উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার জন্য এই সেবা দেওয়া হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শূন্য বেকারত্ব অর্জন। এই উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ লক্ষ্যেও সহায়তা করা হয়। যদি কেউ এনজিও বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে সফল ঋণ নিয়ে থাকেন, তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে।