এনইআইআর ইস্যুতে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৪৭ AM
এনইআইআর সংস্কারের দাবিতে আজ রবিবার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা। ফলে আজ দেশের অধিকাংশ দোকানই খোলেনি বলে জানা গেছে। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এ ঘোষণা দেওয়া হয়।
শনিবার সংগঠনের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেটনীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে। একই দাবিতে রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় রবিবার শান্তিপূর্ণ মানববন্ধন করবে সংগঠনটি।
মোবাইল বিজনেস বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা বছরের পর বছর এই ব্যবসা করে আসছি। কোটি কোটি টাকা আমরা এখানে বিনিয়োগ করেছি। সারাদেশে ২৫ হাজারের বেশি ব্যবসায়ী এই মোবাইল বিক্রি করছে।’
আরও পড়ুন: কর্মচারীদের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ, পে স্কেলের চূড়ান্ত সুপারিশ কবে?
তিনি বলেন, ‘তাদের সঙ্গে কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে কয়েক লাখ মানুষ এই ব্যবসার ওপর নির্ভরশীল। এখন হুট করেই এই ব্যবসা বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো, কী করব?’
সোহেল বলেন, ‘এই ব্যবসার সঙ্গে নানা খাতের অনেক মানুষ জড়িত। আমরা ব্যবসায়ীরা আছি, আমাদের কর্মচারীরা আছেন। এছাড়া আমরা ডিজিটালি যখন প্রচার প্রচারণা চালায়, তখন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটারদের মাধ্যমে প্রচারণা চালায়। এক্ষেত্রে ব্যবসা বন্ধ হলে সবার ওপর প্রভাব পড়বে।’