চীনে বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি এখন আইফোন ১৭

আইফোন ১৭
আইফোন ১৭  © সংগৃহীত

চীনের বিশাল স্মার্টফোন বাজারে আবারও শক্ত অবস্থান গড়ে তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে চীনে বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি ছিল অ্যাপলের নতুন আইফোন ১৭। গত বছরের তুলনায় এই সময় অ্যাপলের বিক্রি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।

বিশ্লেষকদের মতে, গত কয়েক বছর দেশীয় ব্র্যান্ডের তীব্র প্রতিযোগিতার কারণে চীনের উচ্চমূল্যের স্মার্টফোন বাজারে দারুণ চাপে পড়েছিল অ্যাপল। ২০২২ সালের পর এবারই প্রথম প্রতিষ্ঠানটি দেশটিতে এমন শক্ত বাজার অংশীদারিত্ব দেখাতে সক্ষম হলো।

এদিকে চলতি বছরের অক্টোবরে চীনের স্মার্টফোন বিক্রি সামগ্রিকভাবে বেড়েছে ৮ শতাংশ। এতে অ্যাপলসহ দেশীয় ব্র্যান্ডগুলোর বড় অবদান ছিল। কাউন্টারপয়েন্টের বিশ্লেষণে উঠে এসেছে, আইফোন ১৭ সিরিজের তিনটি মডেলই ভালো প্রবৃদ্ধি দেখিয়েছে, যার মধ্যে বেসিক মডেলের চাহিদা ছিল সবচেয়ে বেশি।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিশ্লেষক আইভান ল্যাম জানান, ‘নতুন মডেলগুলো অ্যাপলের মোট বিক্রির ৮০ শতাংশের বেশি এনে দিয়েছে। গড় বিক্রিমূল্য (এভরেজ সেলিং প্রাইস) বাড়ায় মোট আয় আরও বাড়বে। ফলে বছরের শেষ প্রান্তিকটি অ্যাপলের জন্য রেকর্ড হতে পারে।’

এসময় চীনা ব্র্যান্ডগুলোও বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। শাওমি প্রায় এক দশকের বেশি সময় পর আবারও বাজারে ২ নম্বরে উঠে এসেছে। আগেভাগে বাজারে আসা শাওমি ১৭ সিরিজের কারণে প্রতিষ্ঠানটির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্যদিকে ওপ্পোর বিক্রি বেড়েছে ১৯ শতাংশ। তাদের ফাইন্ড এক্স ৯ এবং রেনো ১৪ সিরিজ গ্রাহকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

হুয়াওয়ে বরাবরই চীনা বাজারে অ্যাপলের বড় প্রতিদ্বন্দ্বী। আগামী ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটি বাজারে আনতে যাচ্ছে নতুন মেট ৮০ সিরিজ। বিশ্লেষকদের ধারণা, এ সিরিজ বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। তবে অ্যাপলের বর্তমান উত্থান দেখে বড় কোনো ধাক্কার আশঙ্কা এখনো নেই।

আইভান ল্যাম বলেন, ‘হুয়াওয়ে নতুন সিরিজ আনলেও অ্যাপলের ধারাবাহিক গতি কমে যাবে— এমন ইঙ্গিত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।’

বিশ্লেষকদের মতে, চীনা বাজারে অ্যাপলের এই শক্ত প্রত্যাবর্তন তাদের বৈশ্বিক আয়ের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে। উৎসবের মৌসুম সামনে রেখে বছরের শেষ প্রান্তিকে অ্যাপল রেকর্ড বিক্রি করতে পারে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!