কর্পোরেট গ্রাহকদের স্টারলিংক ইন্টারনেট সেবা দিতে বিএসসিএল ও গ্রামীণফোনের চুক্তি

২০ নভেম্বর ২০২৫, ০২:২৬ AM
বিএসসিএল ও গ্রামীণফোনের চুক্তি স্বাক্ষর

বিএসসিএল ও গ্রামীণফোনের চুক্তি স্বাক্ষর © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট অপারেটর এবং স্টারলিংকের অথরাইজড রিসেলার হিসেবে গ্রামীণফোনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে গ্রামীণফোনের বি-টু-বি (B2B) ও কর্পোরেট গ্রাহকদের স্টারলিংকের পরবর্তী প্রজন্মের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করবে বিএসসিএল। বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) জনসংযোগ মুখপাত্র ওমর হায়দারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে।

সম্প্রতি জিপিহাউসের বোর্ডরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বিএসসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোয়ার এবং জেনারেল ম্যানেজার (সেলস ও মার্কেটিং) শাহ আহমেদুল কবির উপস্থিত ছিলেন। পাশাপাশি গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে বিএসসিএল গ্রামীণফোনের করপোরেট ও বিটুবি (B2B) গ্রাহকদের জন্য স্টারলিংকের উচ্চগতির, কম লেটেন্সি ও নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করবে। যেসব অঞ্চলে স্থল-ভিত্তিক অবকাঠামো সীমিত বা অনুপস্থিত—সেসব এলাকাতেও নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে।

বিএসসিএলের এমডি ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, ‘গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য এই স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা দিতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা একসঙ্গে দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও উন্নত করতে চাই, যাতে যেকোনো ভৌগোলিক বাধা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা যায়।’

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, ‘আমরা সবসময় এন্টারপ্রাইজ গ্রাহকদের বিশ্বমানের সংযোগ দিতে চাই। বিএসসিএল ও স্টারলিংকের সঙ্গে এই সহযোগিতা আমাদের সেই প্রতিশ্রুতি আরও শক্তিশালী করবে। বিশেষ করে যারা দূরবর্তী বা কঠিন এলাকাতে কাজ করেন — যেমন জ্বালানি খাত, উপকূল বা সীমান্ত অঞ্চলে — তারা এখন আরও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে ব্যবসার ধারাবাহিকতা থাকবে, উৎপাদনশীলতা বাড়বে এবং ভবিষ্যৎ উপযোগী সেবা পাওয়া যাবে।’

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট শুধু মেইন সংযোগ নয় — ফাইবার কেটে গেলে, প্রাকৃতিক দুর্যোগে নেটওয়ার্ক নষ্ট হলে, বা গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক দুর্বল থাকলে এটি নির্ভরযোগ্য ব্যাকআপ সংযোগ হিসেবেও কাজ করবে।

বিএসসিএলের স্যাটেলাইট দক্ষতা, গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক এবং স্টারলিংকের বৈশ্বিক প্রযুক্তি — এই তিনের সমন্বয়ে বাংলাদেশের এন্টারপ্রাইজ ইন্টারনেট সেবায় এক নতুন মান তৈরি হচ্ছে। যা দেশের ব্যবসা ও প্রযুক্তির উন্নয়ন, পরিচালন সক্ষমতা ও টেকসই ডিজিটাল অগ্রগতিকে আরও গতিশীল করবে।

রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ছয়
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রংপুরের অধিনায়কত্ব ছাড়লেন সোহান, নেতৃত্বে লিটন দাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9