অনিবন্ধিত স্মার্টফোন বন্ধ ১৬ ডিসেম্বর, পুরোনো ডিভাইস বিক্রি করবেন কীভাবে?

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  © টিডিসি সম্পাদিত

দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। এরপর থেকে যারা মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তর করতে চান, তাদের জন্য করণীয় কি- তা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সহজ কিছু প্রক্রিয়া মেনে এ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

বিটিআরসির এনইআইআর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বার্তায় গ্রাহকের ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট বিক্রয় বা হস্তান্তরের ব্যাপারে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর হতে আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটি বিক্রয় বা হস্তান্তরের প্রয়োজন হলে ডি-রেজিস্ট্রেশন করে তা হস্তান্তর করা যাবে। 

De-Registration (নিবন্ধনমুক্ত) করার জন্য আপনার হ্যান্ডসেটে ব্যবহৃত সিমটি অবশ্যই আপনার এনআইডি অথবা আপনার জানা এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে। De-Registration (নিবন্ধনমুক্ত) করার সময় এনআইডি এর শেষের ৪ (চার) সংখ্যার প্রয়োজন হবে। 

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট নিম্নোক্ত মাধ্যম দ্বারা ডি-রেজিস্ট্রেশন করার সুযোগ গ্রহণ করতে পারবেন:
১. Citizen Portal (neir.btrc.gov.bd)

২. Mobile Network Operator's (MNO) Portal

৩. Mobile Apps

৪. USSD Channel (*16161#)

আরও পড়ুন: অনিবন্ধিত হ্যান্ডসেট বন্ধ হবে ১৬ ডিসেম্বর, এর আগেই সুখবর বিটিআরসির

সিমের বৈধতা যাচাই পদ্ধতি
আপনার ব্যবহৃত সিমটি আপনার এনআইডি অথবা পরিচিত কারো এনআইডি দ্বারা নিবন্ধিত কিনা, তা নিম্নোক্তভাবে যাচাই করুন:
আপনার মোবাইল থেকে *16001# ডায়াল করে জাতীয় পরিচয়পত্রের শেষের ৪ (চার) সংখ্যা প্রদান করতে হবে অথবা জাতীয় পরিচয়পত্রের শেষের ৪ (চার) সংখ্যা 16001 নম্বরে এসএমএস করুন।

আপনার ব্যবহৃত সিমটি যদি আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে নিবন্ধিত না থাকে, তাহলে মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টার থেকে আপনার সিমের মালিকানা পরিবর্তন করে নিতে হবে। অন্যথায় আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন সিম ক্রয় করে নিতে হবে। *16161# এর সার্ভিস ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence