গত ১৫ বছরের অবস্থা দেখে অর্থনীতির ছাত্র হয়েও অর্থনীতি ভুলে গেছি : মির্জা ফখরুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৮ PM
অর্থনীতির ছাত্র হয়েও অর্থনীতি ভুলে গেছি বিগত ১৫ বছরের অবস্থা দেখে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৯ নভেম্বর) রাজধানীতে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫-এ ‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’ সেশনে অংশ নিয়ে এসব কথা বলেন গভর্নর।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল ১৫ বছরে যারা লুটপাট করেছে, তাদের শাস্তি দেন। কিন্তু তাদের কলকারখানা বন্ধ করার মাধ্যমে বেকারত্ব সৃষ্টি হয়েছে। বিষয়টা ভেবে দেখা উচিত এসব কারখানা ও প্রতিষ্ঠান কীভাবে চালু করা যায়। বাংলাদেশ এখন প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে অনেক বেশি কাজ করা দরকার শিক্ষা খাতকে ঢেলে সাজানো দরকার সংস্কারের প্রস্তাব আমরা অনেক আগেই দিয়েছি। ২০২৩ সালের ৩১ দফা এই সংস্কারের মধ্যে রয়েছে। মানুষ ভালো অবস্থায় থাকবে গণতন্ত্রে বেশি গুরুত্ব দেবে এমন দেশ দেখতে চাই। গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।
আরও পড়ুন: খেলাপী ঋণ কমাতে সময় লাগবে ৫ থেকে ১০ বছর: গভর্নর
এ সময় টাকা ছাপিয়ে ঋণ নিয়ে অর্থনীতি টেকসই হয় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ জন্য দরকার বিনিয়োগ। সে দিকে নজর দেবে বিএনপি।’
পুঁজিবাজার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার ফলে চাপ পড়েছে ব্যাংক খাতে, এমন মন্তব্য করে আমির খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার চাঙা করা হবে। ক্যাপিটাল মার্কেটে গুরুত্ব দেয়া হবে। যারাই এক্সপোর্ট করবে, সবাইকে একই সুবিধা দেব, যাতে করে কোনো রপ্তানিকারক হয়রানির শিকার হবে না।’
খেলাপিদের ধরতে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান ব্যবসায়ী এ কে আজাদ। তিনি উদাহরণ টানেন পাকিস্তানের পারভেজ মোশাররফের পদক্ষেপের।