মো. সাগর শেখ © সংগৃহীত
রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেরাডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সাগর শেখ (২৫)। তিনি বেরাডাঙ্গা গ্রামের মো. খোকন শেখের ছেলে।
অভিযান পরিচালনাকারী দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেরাডাঙ্গা এলাকায় সেনাবাহিনী ও রাজবাড়ী সদর থানা পুলিশের একটি যৌথ দল এই বিশেষ অভিযান শুরু করে। অভিযানকালে গ্রেপ্তারকৃত সাগর শেখের হেফাজত থেকে আমেরিকায় তৈরি (মেইড ইন ইউএসএ) একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড ব্ল্যাঙ্ক (ফাঁকা) গুলি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার সকালেই রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।