৩৬৩ আইফোন ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিক গ্রেফতার

০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ PM
তিন চাইনিজ নাগরিক গ্রেফতার

তিন চাইনিজ নাগরিক গ্রেফতার © সংগৃহীত

রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন— তান জিয়ান (TAN JIAN), উ জুন (WU JUN) ও ডং হংওয়েই (DONG HONGWEI)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে একই দিন বিকাল আনুমানিক সাড়ে ৫টায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় আরেকটি অভিযান পরিচালনা করে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে আরও ৩০৫টি আইফোন, আইফোনের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা এবং আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত চীনা নাগরিকরা বিভিন্ন উপায়ে দামি ব্র্যান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ বাংলাদেশে নিয়ে এসে সেগুলো সংযুক্ত করে স্থানীয় খুচরা মোবাইল ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এই চক্রের সঙ্গে স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীও জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬