মিটফোর্ডের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM
রাজধানীর কোতোয়ালি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রবিন হোসেন (২২)।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার একটি টিম তথ্য পায় যে, কতিপয় দুষ্কৃতকারী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ রবিন হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় রবিন হোসেনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত রবিন একজন পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে কোতোয়ালি এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।