এআই প্রযুক্তির সহায়তায় মগবাজারের সেই ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

৩০ মে ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মগবাজারে শিক্ষার্থীকে কুপিয়ে ব্যাগ ছিনতাইয়ের আলোচিত ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় বুধবার (২৮ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামিম, জীবন ওরফে হৃদয়, সোহেল রানা ও মকবুল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। 

তিনি জানান, ছিনতাইয়ে জড়িত তিনজন হেলমেট ও মাস্ক পরে থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। এজন্য প্রচলিত অনুসন্ধান প্রক্রিয়ার পাশাপাশি এআই প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। সম্ভাব্য চেহারার বিভিন্ন ভার্সন তৈরি করে তা লোকজনকে দেখানো হয়, যাতে কেউ তাদের চিনতে পারেন কি না। এই প্রক্রিয়ার একপর্যায়ে তদন্তে অগ্রগতি আসে এবং সরাসরি ছিনতাইয়ে অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পাশাপাশি, ছিনতাইকৃত মালপত্রের ক্রেতা মকবুল হোসেনকেও ধরা হয়। জানা গেছে, তিনি এ চক্রকে বিভিন্নভাবে সহায়তা করতেন এবং গ্রেপ্তারের পর জামিনের ব্যবস্থাও করে দিতেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইকৃত ব্যাগ, ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, সুইচ গিয়ার চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়। তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তারা ছিনতাই করত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে ঢাকার কেরানীগঞ্জ, বছিলা, ঢাকা উদ্যান, চাঁন মিয়া হাউজিং এলাকায় অভিযান চালানো হয়।  

প্রসঙ্গত, গত ১৮ মে ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের গ্রিনওয়ে গলিতে এক শিক্ষার্থীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযানে নামে হাতিরঝিল থানা পুলিশ ও ডিবি। এরই ধারাবাহিকতায় ছিনতাইয়ে জড়িত সবাইকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালপত্র উদ্ধার করে ডিবি। 

‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেরত নয়, জনগণের দেওয়া ৪৭ লক্ষ টাকা নির্বাচনেই ব্যয় করছেন তা…
  • ০২ জানুয়ারি ২০২৬
ডেভিল হান্ট অভিযানে ‘জুলাই যোদ্ধা’ আটক, থানা ঘেরাওয়ের পর মু…
  • ০২ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের চেয়ে স্ত্রীর বার্ষিক আয় প্রায় দ্বিগুণ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় ৪ স্থানে সড়ক দুর্ঘটনা, হতাহত ২৭
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!