দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:২৯ AM
ফেনীতে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মাইনুদ্দিন (৩৫), দক্ষিণ সহদেবপুর এলাকার মহিন চন্দ্র দাশের ছেলে কিশোর কুমার বাবলু (৪৫), একই এলাকার লতিফ মৃধা বাড়ির মৃত আ. জলিলের ছেলে আ. মমিন (৪২) এবং মৃত সেরাজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৫৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, দুটি ছোরা, একটি চাপাতি এবং একটি হ্যান্ডক্যাপ বহনের চামড়ার ব্যাগ জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত সোমবার (২৬ মে) সন্ধ্যায় ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে ফারুক হোটেলের সামনে এক ব্যক্তি তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেয়। পরে বিরিঞ্চি এলাকার একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং মারধর করে। এ সময় তার কাছ থেকে ১০০ ওমানি রিয়াল, নগদ ১৭ হাজার টাকা এবং বিকাশে পাঠানো আরও ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরদিন মঙ্গলবার (২৭ মে) দুপুরে একই চক্র ফের ছিনতাইয়ের ঘটনায় জড়ায়। ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার রেলগেইটের উত্তর পাশে সত্যসারথী খেলাঘর সংলগ্ন এলাকায় এক পথচারীর পথরোধ করে তার কাছ থেকে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, গলায় থাকা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের চার আনা ওজনের স্বর্ণের চেইন, মানিব্যাগে থাকা ৫৭০ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।
ওসি মো. সামসুজ্জামান বলেন, “দুইটি ঘটনায় অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”