ফেনীতে একদিনে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফেনী মডেল থানা
ফেনী মডেল থানা  © টিডিসি ফটো

ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৯ মে) রাতে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ফেনী সদর উপজেলা থেকে ছয়, দাগনভূঞা থেকে চার, পরশুরাম থেকে তিন, সোনাগাজী থেকে দুই ও ছাগলনাইয়া উপজেলা থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম কামাল উদ্দিন (৭৫), রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সোহেল (৪৯), ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আব্দুস সাত্তার (৭৩), রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাফি (২০), ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের নাদিম দেওয়ান (৩০), ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার সুমন (৩০), একই এলাকার শিব্বির আহাম্মেদ (৩৬), ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকার আমজাদ হোসেন টিপু (২৬), পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের সাকায়াত আলম সাইমন (১৮), একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার আজাদ (৪০), সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাইফুল সিরাজ (৩৩), ফেনী পৌরসভার রামপুর এলাকার নুরুজ্জামান ফয়সাল (৪৫), ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার মো. জাকির হোসেন মনসুর (৪১), মধ্যম চাড়িপুর এলাকার ওমর সাদিক (২৪), সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সাইফুল সিরাজ (৩৩) ও একই ইউনিয়নের নুরুল আফছার (৪০)।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, গ্রেপ্তারদের বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ