ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিলে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

২৬ জুন ২০২৫, ০৮:১৬ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ১১:২৬ AM
স্বেচ্ছসেবক দল নেতা মিলন (বামে) ও ছাত্রলীগ কর্মী বায়েজিদ (ডানে) 

স্বেচ্ছসেবক দল নেতা মিলন (বামে) ও ছাত্রলীগ কর্মী বায়েজিদ (ডানে)  © সংগৃহীত

সংবাদ প্রকাশের জেরে পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি মনিরুজ্জামান ফারুককে হেনস্তা করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকার ও ছাত্রলীগ কর্মী বায়েজিদ হোসেনের বিরুদ্ধে। বুধবার (২৫ জুন) বিকেল তিনটার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারে আখের টি স্টলে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিলন ভাঙ্গুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং বায়েজিদ দিলপাশার ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও পাবনা-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ মকবুল হোসেনের আত্মীয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বায়েজিদের বিরুদ্ধে চাঁদাবাজি, সাধারণ মানুষকে নির্যাতন ও ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, এক বছর আগে দৈনিক খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি মানিক হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলেন ছাত্রলীগ কর্মী বায়েজিদ। এতে মানিকের পায়ের হাড় ভেঙে গিয়ে গুরুতর আহত হযন। এ ঘটনায় মামলা দায়ের করেন মানিক হোসেন। তবে ওই সময় বায়েজিদ আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ মকবুল হোসেনের প্রভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এ অবস্থায় আদালত বায়েজিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে পুলিশ গত ২১ জুন রাতে তাকে গ্রেপ্তার করে পরদিন ২২ জুন দুপুরে জেলহাজতে পাঠায়। 

এ নিয়ে ২২ জুন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক ‘সাংবাদিকের ওপর হামলা; এক বছর পর ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার’ শিরোনামে একটি নিউজ করেন। সেটি পরে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলেন সাংবাদিক ফারুক। ওইদিন বিকেলে বায়েজিদ জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে যান। 

আরও পড়ুন: ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা

এদিকে, সেই সংবাদ প্রকাশের জেরে বুধবার দুপুরে বায়েজিদ তার আত্মীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকারকে নিয়ে আখের টি স্টলে মনিরুজ্জামান ফারুককে দেখে তাকে নিয়ে নানা উসকানিমূলক কথা বলতে থাকেন। এ সময় মনিরুজ্জামান ফারুক ওই দুইজনের ভিডিও ধারণ করেন। এতে মিলন ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান ফারুককে ভিডিও ডিলিট করতে নানাভাবে হেনস্তা করেন। এসময় মিলন নিজেকে উচ্চপদস্থ সেনাবাহিনীর অফিসার ও সচিবের আত্মীয় বলে লোকজনের সামনে প্রভাব খাটানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও নিন্দনীয় কাজ। কোনো সাংবাদিককে হেনস্তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ইতোমধ্যে আমি উপজেলা সংগঠনকে বলে দিয়েছি, মিলনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। শাস্তিমূলক ব্যবস্থা আমি বুঝে নেব ইনশাআল্লাহ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত আছি। ছবি তোলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

 

 

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9