ট্রাম্প ও মেলানিয়ার বিচ্ছেদ হয়ে যাওয়ার দাবি মার্কিন সাংবাদিকের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ০২:২৭ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৯:১৮ PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাইকেল উলফ। তাঁর ভাষ্য, এই দম্পতি বর্তমানে কার্যত আলাদা জীবন যাপন করছেন। খবর হিন্দুস্থান টাইমস।
সম্প্রতি দ্য ডেইলি বিস্ট পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে উলফ বলেন, “তারা এমন কোনো বৈবাহিক সম্পর্কে নেই, যেটিকে আমরা সাধারণভাবে ‘বিয়ে’ বলি। বরং বলা যায়, তারা আলাদা। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এখন পৃথক জীবন যাপন করছেন।”
উলফ আরও দাবি করেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে মেলানিয়া হোয়াইট হাউসে মাত্র দুই সপ্তাহেরও কম সময় কাটিয়েছেন। তাঁর মতে, এই সম্পর্ক এখন কেবলমাত্র প্রতীকী; তারা একে অপরের থেকে আলাদা থাকছেন এবং নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন।
এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়াং মাইকেল উলফকে “বেহুদা একজন মূর্খ” বলে আখ্যায়িত করেন। দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া এক বিবৃতিতে চিয়াং বলেন, “উলফ বাস্তবতা বিচ্যুত একজন মানুষ। ট্রাম্পবিরোধী মানসিকতা তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে।”
এদিকে, দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মেলানিয়া ট্রাম্প ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ১৪ দিনেরও কম সময় কাটিয়েছেন। ফার্স্ট লেডিদের ওপর গবেষণা করা ইতিহাসবিদ ক্যাথরিন জেলিসনের মতে, মেলানিয়ার মতো এতটা নীরব ও আড়ালে থাকা ফার্স্ট লেডিকে সর্বশেষ দেখা গিয়েছিল ৮০ বছর আগে, বেস ট্রুম্যানের সময়।
তবে মেলানিয়া আগেই জানিয়েছিলেন, তিনি হোয়াইট হাউস, নিউইয়র্ক ও ফ্লোরিডার মার-আ-লাগোর মধ্যে সময় ভাগ করে কাটাবেন, কারণ তাঁদের ছেলে ব্যারন বর্তমানে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।
Fox & Friends-এ দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া বলেন, “আমার প্রথম অগ্রাধিকার হলো— মা, ফার্স্ট লেডি ও স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা।”
তবে দিনশেষে, মাইকেল উলফের মন্তব্য ঘিরে ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। যদিও হোয়াইট হাউস এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নাকচ করে দিয়েছে।