বাংলাদেশ যুব ক্রিকেট দল © সংগৃহীত
দুই বছর পর আবারও শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আজ ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যুবাদের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বাংলাদেশসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। ২০২০ সালের বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে আগামী ১৭ জানুয়ারি, শনিবার। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে গ্রুপ ‘এ’-র ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
এবারের বিশ্বকাপে ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল জায়গা করে নেবে সুপার সিক্স পর্বে। বাংলাদেশ যদি সুপার সিক্সে ওঠে, তবে তারা খেলবে ১ নম্বর গ্রুপে, যেখানে তাদের সঙ্গী হবে গ্রুপ ‘ডি’-র তিনটি দল। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২০২০ সালে শিরোপা জিতে বিশ্বকে চমকে দিলেও গত দুটি বিশ্বকাপে বাংলাদেশ তেমন সুবিধা করতে পারেনি। ২০২২ সালে কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪ সালে তারা সুপার সিক্স থেকে বিদায় নিয়েছিল। তবে এবার আবারও নতুন করে চমক দেখানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত গত পাঁচ আসরের ফাইনালিস্ট এবং তারা টুর্নামেন্টের সফলতম দল। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে আজ ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ১৭ জানুয়ারির ম্যাচের পর ২৪ জানুয়ারি তারা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারতের এই শক্তিশালী স্কোয়াডে ১৪ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী অন্যতম আকর্ষণ। এছাড়া অধিনায়ক আয়ুষ মাত্রে, মহম্মদ এনান ও কিশন সিংদের মতো ক্রিকেটাররা যেকোনো সময় ম্যাচের মোড় বদলে দিতে পারেন। ভারত ছাড়াও এবারের ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান।
আয়োজক দেশ হিসেবে সরাসরি মূল পর্বে খেলছে জিম্বাবুয়ে, তবে নামিবিয়া আয়োজক হয়েও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় এবং বাছাইপর্ব পার করতে না পারায় এবারের বিশ্বকাপে খেলছে না। তারা কেবল মাঠের আয়োজক হিসেবেই থাকছে। অন্যদিকে আইসিসির পাঁচটি জোন থেকে যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তানজানিয়া, আফগানিস্তান, জাপান, স্কটল্যান্ড ও আমেরিকা। বিশেষ করে তানজানিয়া প্রস্তুতি ম্যাচে জাপান ও আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।