ভারতীয় ক্রিকেট বোর্ড বাঁধা না দিলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হতে পারে!

১৪ জানুয়ারি ২০২৬, ০১:১৬ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জটিলতা নিরসনে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। জানা গেছে, আইসিসি বর্তমানে বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে সরিয়ে ‘বি’ গ্রুপে নেওয়ার সম্ভাব্যতা যাচাই করছে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমানকে নিয়ে গঠিত ‘বি’ গ্রুপ থেকে কোন দলকে সরানো হবে, তা নিয়ে নতুন জটিলতা দেখা দিয়েছে। 

এমন পরিস্থিতিতে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে একটি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের মিডিয়া রাইটস নেওয়া কোম্পানিগুলোও চায় বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া হোক। আইসিসির একজন প্রতিনিধি জানিয়েছেন, ভেন্যু পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করতে বোর্ড সভার অনুমোদন লাগবে। এক্ষেত্রে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড বাধা হয়ে না দাঁড়ালে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতে পারে।

মূলত নিরাপত্তা ঝুঁকির মুখে জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিসিবি এরই মধ্যে আইসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রথম অগ্রাধিকার। এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে বিসিবি আবারও আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার জন্য।’ বিপরীতে আইসিসি প্রকাশিত সূচির দোহাই দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়, অফিশিয়াল ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি। পাশাপাশি বিষয়টির মীমাংসায় পৌঁছতে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়া হবে।’

এই সংকটজনক ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা অবশ্যই বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। কিন্তু এটা ভারতে খেলাটা সত্যিই আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মোস্তাফিজ ইস্যুতে উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতি স্বীকার, ভারতে বিরাজমান বাংলাদেশবিরোধী অব্যাহত প্রচারণা, আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট আমাদের ভাবতে বাধ্য করেছে যে বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকেরা ভারতে নিরাপত্তা-ঝুঁকিতে থাকবেন।’

উপদেষ্টা মনে করেন, বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে আইসিসির উচিত শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের পদক্ষেপ নেওয়া। অন্যথায় বিশ্বকাপে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সাময়িকভাবে ক্ষতিকর হবে। কিন্তু ভারতে আমরা খেলতে গেলে তা পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে। দেশের খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে আমরা আপস করতে পারি না। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে একজন জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে বাংলাদেশের একজন সাধারণ দর্শকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।’

রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের জন্য সুখবর দিল …
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9