ভারতে বাংলাদেশ দলের জন্য বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: আইসিসি

১৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ AM
 বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশেষ বা অতিরিক্ত কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। আইসিসি এই প্রতিবেদনটি বিসিবির নিরাপত্তা দলের সঙ্গে শেয়ার করেছে, যেখানে বলা হয়েছে যে দলটির জন্য সামগ্রিকভাবে কোনো বড় ঝুঁকি নেই। তবে কিছু ভেন্যুতে ঝুঁকি 'নিম্ন থেকে মাঝারি' এবং কিছু ক্ষেত্রে 'একেবারে নেই' বলে উল্লেখ করা হয়েছে—যা বিশ্বজুড়ে আইসিসির ইভেন্টগুলোর জন্য একটি সাধারণ মানদণ্ড এবং এর জন্য সাধারণত ভেন্যু পরিবর্তনের কোনো কারণ থাকে না। 

গত সপ্তাহে বিসিবির কাছে এই প্রতিবেদনটি হস্তান্তর করা হলেও, গত সোমবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের এক মন্তব্যের পর বিষয়টি সামনে আসে। আসিফ নজরুল দাবি করেছিলেন যে, আইসিসির এই মূল্যায়ন প্রতিবেদনে ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ খেলার ক্ষেত্রে নানা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।

সোমবার আসিফ নজরুল বলেন, 'আমরা আইসিসিকে দুটি চিঠি পাঠিয়েছি, যার জবাবে আইসিসি নিরাপত্তা দল একটি চিঠি পাঠিয়েছে।' দেশের ক্রীড়া প্রধান হিসেবে তিনি আরও জানান যে, আইসিসি তিনটি বিষয়কে নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে: দলে মোস্তাফিজুর রহমানের উপস্থিতি, ভারতীয় মাটিতে সমর্থকদের বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা এবং বাংলাদেশে আসন্ন নির্বাচন।

আসিফ নজরুল বলেন, 'আইসিসি নিরাপত্তা দলের এই বিবৃতি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিবেশ নেই। আইসিসি যদি আশা করে যে আমরা আমাদের সেরা বোলারকে ছাড়া দল গড়ব, আমাদের সমর্থকরা জার্সি পরতে পারবে না এবং আমরা ক্রিকেট খেলার জন্য দেশের নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবান্তর এবং অযৌক্তিক প্রত্যাশা আর কিছু হতে পারে না।'

তবে আইসিসির অবস্থান এখন পর্যন্ত অপরিবর্তিত বলেই জানা গেছে। তারা মনে করছে যে বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়ে গেছে এবং অংশগ্রহণকারী প্রতিটি দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ম্যাচগুলো খেলতে বাধ্য। আইসিসি মনে করছে, আসিফ নজরুল আইসিসির সাধারণ নিরাপত্তা পরিকল্পনার কিছু কাল্পনিক বা সম্ভাব্য পরিস্থিতিকে  ভুলভাবে ব্যাখ্যা করেছেন। আইসিসি স্পষ্ট করেছে যে, তারা খেলোয়াড় বাছাইয়ে কোনো শর্ত দেয়নি বা সমর্থকদের জার্সি পরতে নিষেধ করেনি, এমনকি ঘরোয়া নির্বাচনের ব্যাপারেও কোনো কথা বলেনি।

পরবর্তীতে বিসিবি এবং সরকারের আরেকজন কর্মকর্তা একটি বিবৃতি দিয়ে স্পষ্ট করেন যে, আইসিসির এই নিরাপত্তা মূল্যায়নটি ভেন্যু পরিবর্তনের আবেদনের কোনো আনুষ্ঠানিক জবাব নয়। বিসিবি জানিয়েছে, 'ক্রীড়া উপদেষ্টা যে চিঠির কথা বলেছেন, তা ছিল বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবি এবং আইসিসি নিরাপত্তা বিভাগের মধ্যে একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এটি ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার আবেদনের কোনো আনুষ্ঠানিক উত্তর নয়।' বিসিবি আরও নিশ্চিত করেছে যে, তারা এখনো তাদের ভেন্যু পরিবর্তনের আবেদনের ওপর আইসিসির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় আছে।

উল্লেখ্য, বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা। কিন্তু সম্প্রতি বিসিসিআই-এর নির্দেশে আইপিএল ২০২৬-এর দল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকে ভেন্যু নিয়ে এই জটিলতা তৈরি হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে মোস্তাফিজকে বাদ দেওয়ার কোনো স্পষ্ট কারণ দেখানো হয়নি। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি ভারতকে এড়িয়ে অন্য কোথাও বিশ্বকাপ ম্যাচ খেলার দাবি জানায়।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

সংবাদসূত্র: ইএসপিএনক্রিকইনফো

লাইনে দুর্ঘটনা, রাজধানীর কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বুধবার বিকাল সাড়ে ৪ টায়
  • ১৪ জানুয়ারি ২০২৬
তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের, প্রত্যাখ্য…
  • ১৪ জানুয়ারি ২০২৬
পর্দা নামলো ঢাবির এফ এইচ হল ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের
  • ১৪ জানুয়ারি ২০২৬
জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা
  • ১৪ জানুয়ারি ২০২৬
নিকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9