তামিমের দারুণ ফিফটিতে সহজ জয় রাজশাহীর © টিডিসি ফটো
বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করতে নেমে রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইনের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ব্যাটিং ধস নামে ঢাকার। নিয়মিত উইকেট হারিয়ে ১৩১ রানে গুটিয়ে যায় তারা। জবাবে তানজিদ হাসান তামিমের ফিফটিতে ভর করে কোনো চাপ ছাড়াই লক্ষ্য ছুঁয়ে ফেলে সহজ জয় নিশ্চিত করে রাজশাহী।
লক্ষ্য তাড়ায় রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মুহাম্মদ ওয়াসিম ঝড়ো সূচনা করেন। তৃতীয় ওভারে ১৭ রান তুলে নেন তারা। ১৩ বলে ২২ রান করা ওয়াসিম আউট হলে ভাঙে ৩৮ রানের জুটি।
আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই রাজশাহী তোলে ৬০ রান। দ্রুত ফিফটি পূর্ণ করেন তানজিদ, মাত্র ২৯ বলে। শেষ পর্যন্ত ৪৩ বলে ৭৬ রান করে আউট হলেও রাজশাহীর জয়ে কোনো বাধা আসেনি।
জিমি নিশাম ও মুশফিকুর রহিম অনায়াসেই বাকি কাজ সারেন। ২৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স।
এর আগে, ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও তা ধরে রাখতে পারেনি ঢাকা ক্যাপিটালস। উসমান খান ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে পাওয়ার প্লেতে ৫৪ রান তোলে দলটি। ২৭ বলে ৪১ রান করা উসমান খান আউট হওয়ার পরই নিয়মিত উইকেট হারাতে থাকে ঢাকা।
পরে সাইফ হাসান গোল্ডেন ডাক, আর অধিনায়ক মিঠুন করেন ১৩ রান। শেষদিকে কিছু চেষ্টা হলেও ১৩১ রানেই অলআউট হয় ঢাকা।
রাজশাহীর হয়ে আবদুল গাফফার সাকলাইন নেন ৪ উইকেট, হ্যাটট্রিক করেন রিপন মন্ডল।