আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ © টিডিসি ফটো
চলতি বিপিএলে বিসিবির দুর্নীতি দমন বিভাগের (আকু) তৎপরতা নিয়ে একাধিক অভিযোগ তুলেছিল ঢাকা ক্যাপিটালস। অভিযোগগুলোর মধ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের কক্ষে প্রবেশ করে জিজ্ঞাসাবাদ করাও জানানো হয়েছিল। এ ঘটনায় ক্ষুব্ধ গুরবাজ একপর্যায়ে বিপিএল ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন বলে জানা গেছে।
এর মধ্যেই মাঠের পারফরম্যান্সে ধাক্কা খায় দলটি। রবিবার (১১ জানুয়ারি) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৪১ রানে পরাজিত হয় ঢাকা ক্যাপিটালস।
এ নিয়ে ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমি শুধু এতটুকু বলতে পারি ও ডিস্টার্বড। সারা বিশ্বে খেলে বেড়ায়, আইপিএল খেলে। ওর তো অনেক নাম-ডাক আছে। এটাকে ও খুব সিরিয়াসলি নিয়েছে, খুব ডিস্টার্বড হয়ে আছে। ওর ডিস্টার্বের কারণে তো দলেও প্রভাব পড়ছে। ও মানসিকভাবে ভালো না থাকলে ঢাকা টিম ভুগবে। আমরা ওকে বোঝাতে পারি, মানসিক সাপোর্ট দিতে পারি। তবে ও কীভাবে নেবে, নেগেটিভ থেকে পজিটিভে ফিরবে, এটা ওর ব্যক্তিগত বিষয়।’
গুরবাজ চলে যেতে চেয়েছিলেন কি না এমন প্রশ্নে মিঠুন বলেন, ‘এ ধরনের একটা আলোচনা হয়েছিল। ওদের বোর্ডেরও সিগন্যাল ছিল, গাইডলাইন ছিল। ওটা ফলো করছিল। পরে সমাধান হয়েছে।’
মিঠুন আরও বলেন, ‘আসলে এটা বললে অজুহাত দেওয়া হয়ে যাবে। পেশাদার খেলোয়াড় হিসেবে বাইরে যাই হোক মাঠে নিজেদের ঠিক রাখা গুরুত্বপূর্ণ। সঠিক প্রক্রিয়া বজায় রাখা জরুরি। মাঠের বাইরে তো অবশ্যই অনেক ঘটনা ঘটছে।’