পাত্তাই পেল না রংপুর, টেবিলের দুইয়ে রাজশাহী

১১ জানুয়ারি ২০২৬, ০৫:১২ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ PM
ব্যাটিংয়ে ওয়াসিম ও শান্ত

ব্যাটিংয়ে ওয়াসিম ও শান্ত © সংগৃহীত

তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের ম্যাচে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল রংপুর রাইডার্স। তবে নাজমুল শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের ঝোড়ো ফিফটিতে সহজেই সেই লক্ষ্য পেরিয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে রংপুর ও সিলেটকে টপকে টেবিলের দুইয়ে উঠলো রাজশাহী। সমান ১০ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস।

রবিবার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে রংপুর। জবাবে ১৯ দশমিক ১ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। আবারও ব্যর্থ হন অফফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের শুরুতেই ছন্দ খুঁজে না পাওয়া এই ব্যাটার ৭ বলে মাত্র ৩ রান করে আউট হলে ১৩ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি।

তবে তিন নম্বরে নেমে পরিস্থিতি বদলে দেন শান্ত। ওয়াসিমের সঙ্গে গড়ে তোলা ১৪২ রানের দুর্দান্ত জুটিতেই জয়ের ভিত পায় রাজশাহী। ২৮ বলে ফিফটি পূর্ণ করা শান্ত ৪২ বলে ৭৬ রানের কার্যকর ইনিংস খেলেন। 

অন্যপ্রান্তে ওয়াসিম খেলেন আরও দৃঢ় ভূমিকা। ৫৯ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সকে ভালো সূচনা এনে দেন তাওহীদ হৃদয়। কাইল মেয়ার্সের সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তিনি। মেয়ার্স ৬ বলে ৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ইনিংস টানতে থাকেন হৃদয়।

পরে লিটন দাস ও ইফতিখার আহমেদও বড় ইনিংস খেলতে না পারায় কিছুটা চাপে পড়ে যায় রংপুর। লিটন ১৪ বলে ১১ এবং ইফতিখার ১৫ বলে ৮ রান করে আউট হলে রানের গতি কিছুটা শ্লথ হয়ে পড়ে।

এই অবস্থায় হৃদয়ের সঙ্গে জুটি গড়ে ইনিংসের ছন্দ ফেরান খুশদিল শাহ। দুজনের ব্যাটে আবারও দ্রুত রান তুলতে থাকে রংপুর। মাঝে সন্দীপ লামিচানে ও আব্দুল গাফফার সাকলাইন নিয়ন্ত্রিত বোলিং করলেও শেষদিকে রাজশাহীর বোলাররা ছন্দ হারান। বিশেষ করে রিপন মণ্ডলের করা ১৯তম ওভারে আসে ২৮ রান, যা ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়।

ইনিংসের শেষ ওভারে খুশদিল শাহ ২৯ বলে ৪৪ রান করে আউট হন, তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে শেষ বলে কোনো রান নিতে না পারায় হৃদয়ের সেঞ্চুরি হাতছাড়া হয়। ৫৬ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। শেষমেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে রংপুর।

রাজশাহীর হয়ে একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, জিমি নিশাম ও সন্দীপ লামিচানে।

নোয়াখালীর কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস
  • ১১ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৫ বিদ্রোহী নেতা
  • ১১ জানুয়ারি ২০২৬
১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে শিবিরের বিবৃতি
  • ১১ জানুয়ারি ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9