মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল © সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো খেলতে নেমেই আলোচনায় আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে অভিষেক ম্যাচে ওপেনিংয়ে নেমে ব্যাট হাতেই নিজের আগমনী বার্তা দিলেন এই তরুণ ব্যাটার। অভিষেক ম্যাচেই ঝোড়ো ফিফটি হাঁকিয়ে নাম লেখান ইতিহাসে, এর সুবাদে রেকর্ড গড়েছে নোয়াখালী এক্সপ্রেসও। অবশ্য ম্যাচ শুরুর আগেই এক আবেগঘন মুহূর্তে বাবার হাত থেকেই নিজের বিপিএল ক্যাপ গ্রহণ করেন ইসাখিল।
রবিবার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করেছে নোয়াখালী। বিপিএলের ইতিহাসে এটিই তাদের দলীয় সর্বোচ্চ। আর ৫ ছক্কা আর ৭ চারে ৫৯ বলে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফেরেন ইসাখিল।
টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নেমে হাসান ইসাখিল দলকে দারুণ সূচনা এনে দেন। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। সৌম্য ২৫ বলে ৪৮ রান করে আউট হন।
এরপর দ্রুত উইকেট হারালেও ইসাখিল ইনিংস ধরে রাখেন। পরে বাবার সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে বড় সংগ্রহের পথ তৈরি করেন তিনি। সেঞ্চুরি মিস করে ৬০ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৯২ রানে আউট হন ইসাখিল। শেষ পর্যন্ত নোয়াখালী বড় স্কোর তোলে।
ঢাকা ক্যাপিটালসের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।