নোয়াখালী এক্সপ্রেস দল © সৌজন্যে প্রাপ্ত
টানা ৬ ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখাল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়ে কাগজে-কলমে আসরে টিকে রইল হায়দার আলীর নেতৃত্বাধীন দলটি। ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্টে টেবিলের তলানির দল নোয়াখালী।
রবিবার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে নোয়াখালী। জবাবে ১৪৩ রানেই থামে ঢাকার ইনিংস।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন হাসান ইসাখিল। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। সৌম্য ২৫ বলে ৪৮ রান করে আউট হন।
এরপর দ্রুত উইকেট হারালেও ইনিংস ধরে রাখেন ইসাখিল। পরে বাবার সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে বড় সংগ্রহের পথ তৈরি করেন তিনি। সেঞ্চুরি মিস করে ৬০ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৯২ রানে আউট হন ইসাখিল। শেষ পর্যন্ত নোয়াখালী বড় স্কোর তোলে।
ঢাকা ক্যাপিটালসের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।
বড় লক্ষ্য তাড়ায় নেমে নোয়াখালীর বোলারদের সামনে একেবারেই সুবিধা করতে পারেননি ঢাকার ব্যাটাররা। দলের পক্ষে মাত্র তিনজন ব্যাটার ব্যক্তিগত ইনিংসে বিশের ঘর পেরোতে সক্ষম হন। সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলনেতা মোহাম্মদ মিঠুন করেন ৩৩ রান, আর শামীম পাটোয়ারীর ব্যাট থেকে আসে ২৯ রান।
অন্যদিকে নোয়াখালীর বোলিং আক্রমণে চারজন বোলারই সমানভাবে সফল হন, প্রত্যেকেই শিকার করেন দুটি করে উইকেট।