প্রতীকী ছবি © এআই জেনারেটেড
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের সুযোগ নিতে হঠাৎই দৃশ্যপটে পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এই প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।
ঘটনার সূত্রপাত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তকে কেন্দ্র করে। আগামী আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেন, নিরাপত্তার স্বার্থে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারত সফরে না যেতে। ওই নির্দেশনা অনুযায়ী বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করে এবং ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়।
তবে বাংলাদেশের এই প্রস্তাব মানতে নারাজ আইসিসি। আইসিসির অবস্থানে অনড় থাকলেও বিসিবি তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। দু’পক্ষের এই দড়ি টানাটানির মধ্যেই নতুন করে প্রস্তাব নিয়ে সামনে আসে পিসিবি।
পাকিস্তানের জিয়ো নিউজের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বিসিবি কর্তাদের কাছে বার্তা পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ যদি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে না চায়, তাহলে পাকিস্তানে এসে খেলতে পারে। বাংলাদেশ দলের জন্য প্রয়োজনীয় মাঠ প্রস্তুত রাখা হবে এবং সব ধরনের সুযোগ–সুবিধা নিশ্চিত করা হবে। তবে এ বিষয়ে পিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বাংলাদেশের তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিসিবি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা এখনো আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রসঙ্গে যা বললেন প্রাথমিকের ডিজি
বর্তমান সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে। মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরেই মূলত এই ম্যাচগুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
এদিকে বিশ্বকাপ ইস্যুতে দেশের ভেতরেও মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দেশের ক্রিকেটের ভবিষ্যৎ স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবিকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে বিসিবির অন্যতম পরিচালক এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে ‘ভারতের দালাল’ বলে কটাক্ষ করলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনায় তামিমের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তারা প্রকাশ্যে নাজমুল ইসলামের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটাঙ্গন যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভক্ত ও অনিশ্চয়তায়, ঠিক সেই সময়ই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তান। যদিও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, তবুও বাংলাদেশের ম্যাচ আয়োজনের স্বপ্ন দেখছে পিসিবি। এখন শেষ পর্যন্ত আইসিসি ও বিসিবির আলোচনার ফল কী দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।