মোস্তাফিজের পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তার প্রশংসায় রংপুর কোচ

০৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ PM
মোস্তাফিজের পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তার প্রশংসায় রংপুর কোচ 

মোস্তাফিজের পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তার প্রশংসায় রংপুর কোচ  © সংগৃহীত

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে গোটা ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এই সিদ্ধান্তটিকে হতাশাজনক হিসেবেই দেখছেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। একই সঙ্গে মুস্তাফিজের পেশাদারিত্ব, মানসিক দৃঢ়তা ও চরিত্রের প্রশংসা করতেও কার্পণ্য করেননি আর্থার। তার মতে, এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নিজের কাজের প্রতি মনোযোগ ধরে রাখার ক্ষমতাই একজন ক্রিকেটারকে আলাদা করে তুলে ধরে, আর মুস্তাফিজ ঠিক সেই মানসিকতারই প্রতিফলন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে মিকি আর্থার বলেন, ‘মুস্তাফিজ পুরোপুরি পেশাদার একজন ক্রিকেটার। আমাদের জন্য সে অনেক বিশেষ একজন। দারুণ পারফর্ম করছে। তার কোয়ালিটি আমরা জানি।’

এদিকে চলতি বিপিএলে মুস্তাফিজের পারফরম্যান্স রংপুরের বড় শক্তি হয়ে উঠেছে। নতুন বল ও ডেথ ওভার—দুই জায়গাতেই কার্যকর তিনি। সেই ধারাবাহিকতার কারণেই আইপিএলে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ, যদিও শেষ পর্যন্ত নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতায় তা হাতছাড়া হয়।

এ প্রসঙ্গে মিকি আর্থার বলেন, ‘সে বিশ্বের সেরা যদি না-ও হয়, অন্তত ততটা ভালো যতটা ভালো হওয়া সম্ভব। গুড টিম ম্যান, খুবই বিনয়ী। সে তার কাজ করে যাচ্ছে, নিজের সেরাটা দিয়ে। তবে বিষয়টা তার জন্য হতাশাজনক, যা হয়ে গেল। কলকাতার হয়ে খেলতে সে প্রস্তুত ছিল। বিষয়টা সত্যিই হতাশাজনক।’

শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬