আসিফ আকবর © সংগৃহীত
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরগরম হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। এরই পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় বিসিবি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে সেই চিঠির জবাব পেয়েছে বোর্ড, যেখানে নিরাপত্তা শঙ্কার পেছনের কারণগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে অনুরোধ জানায় আইসিসি।
এ নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভারতে খেলতে যাব না আমাদের নিরাপত্তার কারণে। কারণ এখানে আমাদের মিডিয়া, আমাদের সাপোর্টার্স, আমাদের অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে। যেখানে একজন বড় প্লেয়ারের নিরাপত্তা নিয়ে এত সমস্যা, সেখানে এত লোকের নিরাপত্তার দায়িত্ব আমরা কীভাবে দিব? ওখানে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় সেটার দায়-দায়িত্ব কে নিবে?’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দর্শক, মিডিয়া এবং আমাদের অর্গানাইজার ও প্লেয়ারদের নিরাপত্তার কথা ভাবছি। প্লেয়াররা তো ক্রিকেট খেলবে, ওরা নিরাপত্তা নিয়ে ভাবলে খেলবে কীভাবে? তো সেই হিসেবে আমরা আপাতত ভারবাল যে আলাপ, সেটা হচ্ছে- আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যায়নি এক সময়, তারা ওয়াকওভার দিয়ে এসেছিল।’
বিকল্প ভেন্যু প্রসঙ্গ আসিফ বলেন, ‘আমরা ওরকম কোনো অপ্রীতিকর ব্যাপার চাচ্ছি না। আমরা চাচ্ছি আইসিসি একটা সমাধানে আসুক এবং যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা ও ইন্ডিয়া, আমরা শ্রীলঙ্কাকে ফেভার করতে চাচ্ছি।’