মোস্তাফিজুর রহমান © সংগৃহীত
আইপিএলের আলোচনা থামতে না থামতেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফেরার খবর পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। পিএসএলের অফিশিয়াল পেজে এক বার্তায় জানানো হয়েছে, আসন্ন ১১তম আসরে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। সেখানে বলা হয়, ব্যাটারদের সাবধানে থাকতে হবে, কারণ ফিজ আসছে।
ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এটি এক ব্যতিক্রমী ঘটনা। কারণ নিলামের আগেই কোনো ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার নজির আগে দেখা যায়নি। তবে মোস্তাফিজের সঙ্গে কোন ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তি করেছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, এবার পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ কোটা চালুর পরিকল্পনা রয়েছে। এই কোটায় মোট ১২ জন বাংলাদেশি ক্রিকেটার থাকবেন এবং প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দুজন করে বাংলাদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। যদিও এ বিষয়ে পিএসএলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। এবারের আসর মাঠে গড়াবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। তবে বাংলাদেশি ক্রিকেটাররা পুরো আসর খেলতে পারবেন না। কারণ এপ্রিল-মে মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
সবকিছু ঠিক থাকলে এ সময় মোস্তাফিজ আইপিএলে খেলতেন। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিউজিল্যান্ড সিরিজ বিবেচনায় রেখে তাঁকে অনাপত্তিপত্র দেওয়ার চিন্তাও করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কয়েকটি রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত মোস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা। বিষয়টি পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনার জন্ম দেয়।
আইপিএলে না খেলার সুযোগটি কাজে লাগাল পিএসএল। আট বছর পর পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরছেন মোস্তাফিজ। এর আগে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।