ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত-পাকিস্তান ম্যাচ   © এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আগের দুই আসরে ধারাবাহিকভাবে শিরোপা জয়ে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি টাইগার যুবাদের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায়ঘণ্টা বেজেছিল লাল-সবুজের প্রতিনিধিদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে ওঠা পাকিস্তান শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষেও একচেটিয়া দাপট দেখায়। ম্যান ইন ব্লু' যুবাদের ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান দল। 

রবিবার (২১ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে সামির মিনহাসের রেকর্ড ১৭২ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে ২৬ দশমিক ২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।

৩৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। মাত্র ৪৯ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় তারা। ওপেনার বৈভব সূর্যবংশি করেন ২৬ রান, আর দীপেশ দেভেন্দ্রানের ব্যাট থেকে আসে ৩৬ রান। তবে এই দুজনের ইনিংসও হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। 
পাকিস্তানের পেসার আলী রাজা একাই ৪ উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এ ছাড়া মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান দুটি করে উইকেট নেন।

এর আগে দ্য গ্রিন ম্যানদের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন সামির মিনহাস। মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার ১১৩ বল খেলে করেন দুর্দান্ত ১৭২ রান। তার ইনিংসে ছিল ১৭ চার ও ৯ ছক্কা। মিনহাসের বিধ্বংসী ব্যাটিংয়েই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। পাশাপাশি আহমেদ হুসাইন যোগ করেন ৫৬ রান। তবে দলটির আর কোনো ব্যাটার হাফ-সেঞ্চুরির দেখা পাননি। 

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন দীপেশ দেভেন্দ্রান। হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল নেন দুটি করে উইকেট, আর বাকি একটি উইকেট পান কানিশক চৌহান।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!