বৃষ্টির বাধায় বিলম্বিত বাংলাদেশ–পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ

বাংলাদেশ যুব ক্রিকেট দল
বাংলাদেশ যুব ক্রিকেট দল  © সংগৃহীত

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা বিলম্বিত হয়।

টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  তবে সকালের বৃষ্টিতে খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে ভেন্যু থেকে পাওয়া সর্বশেষ খবরে কিছুটা স্বস্তি মিলেছে। এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টি থেমে গেছে। ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করছেন এবং মাঠকর্মীরা খেলার উপযোগী করতে কাজ করছেন। শিগগিরই ম্যাচ শুরুর সময় জানানো হবে।

একই দিনে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত ও শ্রীলঙ্কার। তবে ওই ম্যাচটিও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।

আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে যুব এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আজকের সেমিফাইনাল দুটি শেষ করাই এখন আয়োজকদের প্রধান লক্ষ্য।

বৃষ্টির কারণে সময় নষ্ট হলে ম্যাচটি সংক্ষিপ্ত ওভারে আয়োজন করা হতে পারে। আইসিসির নিয়ম অনুযায়ী, একদিনের ম্যাচে ফলাফল পেতে হলে উভয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার করে খেলা সম্পন্ন করতে হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!