বিশ্বকাপ প্রস্তুতিতে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ PM
আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যেই গ্রুপিং ও পূর্ণ সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে পরিচিত ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ; এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে লিটন দাসের দল। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, এই দুটি ম্যাচই কলকাতায় গড়াবে।
এ ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে মুম্বাইয়ে নামবে টাইগাররা। যেখান থেকে প্রতিটি গ্রুপ থেকে দুটি দল যাবে সুপার এইটে।
এর আগে অবশ্য বেঙ্গালুরুতে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশ্য দেশ ছাড়বে লাল-সবুজেরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেন, 'বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা ব্যাঙ্গালোরে চলে যাব। নামিবিয়া এবং আফগানিস্তানের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।