এশিয়া কাপের সেমিতে এক পা বাংলাদেশের
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ PM
আফগানিস্তানকে উড়িয়ে জয় দিয়েই এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও সাফল্যের ধারাবাহিকতা জিইয়ে রেখেছে টাইগার যুবারা। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমত উড়িয়ে ৭ উইকেটের জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। যেখানে শাহিল প্যাটেল ১৮, ভানস ছেত্রী ৪, নিরাজ কুমার ১৪, কিবরিন শ্রেষ্ঠা ৫ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন নিশ্ছল।
এরপরে অধিনায়ক অশোক ধামিও দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। ফেরার আগে তার ব্যাট থেকে মাত্র ৫ রান আসে।
পরে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন আশিষ লুহা ও অভিষেক তিওয়ারি। তবে তাদের বিদায়ে ৩১ দশমিক ১ ওভারে ১৩০ রানেই গুটিয়ে যায় নেপাল। আশিষ ৪১ বলে ২৩ ও ৪৩ বলে ৩০ রান করেন অভিষেক।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সবুজ। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ এবং আজিজুল হাকিম তামিম ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপ পড়ে যুবারা। রিফাত বেগ ৫ ও তামিম ১ রান করে সাজঘরে ফেরেন।
এরপর জাওয়াদের সঙ্গে জুটি বাঁধেন কালাম সিদ্দিকী। তাদের কার্যকর ব্যাটিংয়ে সচল থাকে বাংলাদেশের রানের চাকা। পরে অবশ্য কিছুটা চালিয়ে গেলে দারুণ এক ফিফটিও তুলে নেন জাওয়াদ।
শেষ দিকে ৬৬ বলে ৩৪ রান করে বিদায় নেন কালাম। তবে ৬৮ বলে ৭০ রান করে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাওয়াদ। অন্যপ্রান্তে ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন রিজান হোসেন।