১৩৮ উইকেট নিয়েও ‘অদ্ভুত’ কারণে আইপিএল নিলামে শুধুই ‘ব্যাটার’ গ্রিন

ক্যামেরন গ্রিন
ক্যামেরন গ্রিন   © সংগৃহীত

পিঠের অস্ত্রোপচারের ধকল কাটিয়ে গত জুনে কেবল ‘ব্যাটার’ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন ক্যামেরন গ্রিন। তবে চলমান অ্যাশেজ সিরিজে বোলিংও করছেন তিনি। আবারও নিজেকে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে প্রমাণ করছেন। অথচ আইপিএল নিলামে তার নাম ‘ব্যাটার’ ক্যাটাগরিতে উঠেছে। নিলামের ঠিক আগে এই বিভ্রান্তির ব্যাখ্যা করলেন গ্রিন। তার ভাষ্য, বোলিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি, তার ম্যানেজারের অসাবধানতায় ক্যাটাগরি সংক্রান্ত ভুলটি হয়েছে।

গ্রিন বলেন, ‘নিলামের নিবন্ধনের সময় আমার ম্যানেজার ভুল করে অন্য বক্সে টিক দিয়ে ফেলেছে। তার দিক থেকেই মূলত ঝামেলাটি হয়েছে।’

নিজের বোলিং প্রসঙ্গে গ্রিন বলেন, ‘বোলিংয়ের জন্য আমি পুরোপুরি প্রস্তুত। সে (ম্যানেজার) ‘ব্যাটার’ বোঝাতে চায়নি। আমার ধারণা, দুর্ঘটনাবশত ভুল বক্স নির্বাচন করে ফেলেছে। পুরো ব্যাপারটা আসলে বেশ মজার।’

এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন এই অস্ট্রেলিয়ান তারকা। ২০২৩ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছিলেন, পরের আসরে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। কিন্তু পিঠের অস্ত্রোপচারের কারণে গত আসরে মাঠে নামতে পারেননি। তবে এবারের মিনি অকশানে গ্রিনকে ঘিরে আগ্রহ তুঙ্গে। অনেকের ধারণা, মঙ্গলবারের নিলামে তিনিই হতে পারেন সবচেয়ে দামি ক্রিকেটার। এমনকি ঋষভ পান্তের ২৭ কোটি রুপির আগের রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, আর তাকে দলে ভেড়াতে সবচেয়ে আগ্রহী দল হিসেবে আলোচনায় কলকাতা নাইট রাইডার্স।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব নিয়ে খুব বেশি ভাবছি না, তবে নিলামটা যে দারুণ আগ্রহের, সেটা বুঝতে পারছি। নিশ্চিতভাবেই আমি নিলাম দেখব। কোন দলে যাব, দলে আর কারা থাকবে, এসব দেখা সবসময়ই মজার। অনেকটা লটারির মতো, কী হবে কেউ আগে থেকে জানে না।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ক্যামেরন গ্রিনের শিকার ৬৮ উইকেট। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার ঝুলিতে আছে ১৩৮ উইকেট। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে এই ডানহাতি ফাস্ট বোলার তিনবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিসহ মোট ৮০ উইকেট তুলে নিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence