আইপিএল মক নিলাম

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মোস্তাফিজ

১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই অর্থের ঝনঝনানি! সেটা যদি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), তাহলে তো কথাই নেই। তবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বরাবরই অবলেহিত বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত সাম্প্রতিক ফর্ম, টি–টোয়েন্টি দক্ষতা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশলগত চাহিদার ওপর নির্ভর করেই দল মেলে না টাইগারদের।

আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় বসবে আইপিএল মিনি অকশন। এবার নিলামের চূড়ান্ত তালিকায় ৩৫০ জনের জায়গা হয়েছে। যেখানে ১১০ বিদেশির মধ্যে ৭ বাংলাদেশি ক্রিকেটারও আছেন। তবে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান চূড়ান্ত তালিকায় নেই। আর জায়গা পাওয়া ৭ জনের নামই যে নিলামে উঠবে, তার নিশ্চয়তা নেই। যদিও মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে ঘিরে অবশ্য স্বপ্ন বুনছেন ক্রীড়াপ্রেমীরা। তারা ছাড়া বাকি ৫ ক্রিকেটার হলেন- তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

এদিকে সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে দল টেনেছিল দলটি। সেবার তিন ম্যাচে ৭ দশমিক ৯১ ইকোনোমিতে ৪ উইকেট শিকার করেন দ্য ফিজ। তবে দিল্লি প্লে-অফে উঠতে না পারায় ফিরতে হয় তাকে।

এবারও ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিলামে উঠবেন ফিজ। দল পাওয়ার বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনিই। ফিজের দিকে তার দুই সাবেক ফ্র্যাঞ্চাইজি চেন্নাই ও হায়দরাবাদ দৃষ্টি দিতে পারে। চেন্নাই ৪৩ কোটি ৪০ লাখ রুপি ও হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লাখ রুপি হাতে নিয়ে নিলামের টেবিলে বসবে। ফ্যানবেজ ও পারফরম্যান্স বিবেচনায় নজর দিতে পারে কলকাতা নাইট রাইডার্সও।

এদিকে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মূল নিলামের আগে মক নিলামের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এই স্পিনারের মক অকশানে চড়া দামে বিক্রি হন দ্য ফিজ। মক নিলামে কাটার মাস্টারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। বাঁ-হাতি এই পেসারের জন্য প্রথম আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। দাম বাড়তে শুরু করলে চেন্নাইও দর প্রতিদ্বন্দ্বিতা করে। শেষ পর্যন্ত ৩ কোটি ৫০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু, শেষমেশ আর দর বাড়ায়নি চেন্নাই। 

তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9