মোস্তাফিজের দিকে দৃষ্টি থাকবে আইপিএলের যেসব ফ্র্যাঞ্চাইজির

০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আগাগোড়া পুরো দলটাই নিলাম থেকে তৈরি করে থাকে। কোন দলে কোন পজিশনে কাদের প্রয়োজন, সবকিছুই নতুন করে সাজানো হয়। কিন্তু মিনি নিলামের চিত্র একেবারেই ভিন্ন। যেখানে কেবল কিছু শূন্যস্থান পূরণ করাই মুখ্য লক্ষ্য। যে কারণে মিনি নিলামে উচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়দের জন্য লড়াই তুলনামূলকভাবে আরও অপ্রত্যাশিত হয়ে ওঠে।

এরপরও কদর মোটেই কমে না ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের। সাধারণত অভিজ্ঞ, আন্তর্জাতিক মানের এবং ম্যাচ-উইনার ক্রিকেটাররাই এই তালিকায় থাকেন। তাই শূন্যস্থান কম থাকা সত্ত্বেও কোনো বিশেষ স্কিলসেটের প্রয়োজন হলে এই তালিকার খেলোয়াড়দের দিকে তাকায় দলগুলো।

এবারের আইপিএলে মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন বেশ কয়েকজন বড় নাম, তাদের প্রতি আগ্রহ আকাশছোঁয়া আগ্রহও স্বাভাবিক। তাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান। আইপিএলে দীর্ঘদিন ধরেই তার নির্ভরযোগ্য পারফরম্যান্স; ডেথ ওভারে অসাধারণ বৈচিত্র্য, নতুন বলে সুইং এবং অভিজ্ঞতা—সব মিলিয়ে যেকোনো দলের জন্য মূল্যবান সম্পদ হতে পারেন কাটার-মাস্টার। তবে অর্থের জটিল অঙ্ক না মিললে ভাগ্য না-ও খুলতে পারে টাইগার এই পেসারের।

নিলামে দ্য ফিজের দিকে তার দুই সাবেক ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ দৃষ্টি দিতে পারে। চেন্নাই ৪৩ কোটি ৪০ লাখ রুপি ও হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লাখ রুপি হাতে নিয়ে নিলামের টেবিলে বসবে। অন্যদিকে ফ্যানবেজ ও পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশি এই পেসারের দিকে নজর দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তার ঝুলিতে ৬৪ কোটি ৩০ লাখ রুপি রয়েছে। 

অন্যান্য দলের মধ্যে লখনৌ সুপার জায়ান্টসের প্রায় ২৩ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালসের ২১ কোটি ৮০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৬ কোটি ৪০ লাখ রুপি, রাজস্থান রয়্যালসের ১৬ কোটি ৫ লাখ রুপি, গুজরাট টাইটান্সের ১২ কোটি ৯০ লাখ রুপি, পাঞ্জাব কিংসের ১১ কোটি ৫০ লাখ রুপি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পার্সে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি রয়েছে।

আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে বসবে বহুল প্রতীক্ষিত এই মিনি নিলাম। এদিন বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে এই মিনি নিলাম। শুরুতে মোট এক হাজার ৩৯০ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করলেও যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকায় মাত্র ৩৫০ জনের জায়গা হয়েছে। এর মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার। বিদেশিদের তালিকায় আছেন ১৪ জন আনক্যাপড খেলোয়াড়, আর ভারতীয় আনক্যাপড ক্রিকেটারের সংখ্যা ২২৪ জন। এ ছাড়া চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার।

তালিকাভুক্ত ৩৫০ জনের মধ্য থেকে এবার মাত্র ৭৭ জন দল পাবেন। বিদেশি খেলোয়াড়দের জন্য ৩১টি স্লট এখনও খালি। যেখানে আলোচনার কেন্দ্রে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে মোট ৪০ জন ক্রিকেটার আছেন। 

বৈশাখাী ভাতা নিয়ে যে সুপারিশ করতে যাচ্ছে পে-কমিশন
  • ১৯ জানুয়ারি ২০২৬
সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, সুষ্ঠু হতেই হবে’
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত, যা বলছে বিসি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মামুনুল হকের সম্মানে ২ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9