বিপিএলের নিলামে আইপিএলজয়ী ভারতীয় ক্রিকেটার

২৭ নভেম্বর ২০২৫, ০৩:০৭ PM
পীযুষ চাওলা

পীযুষ চাওলা © সংগৃহীত

অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসতে যাচ্ছে বিপিএলের আসন্ন আসরের নিলাম। ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন নিলামে অংশ নিতে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন। তবে যাচাই–বাছাই শেষে নিলামে অন্তর্ভুক্তির জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর মধ্যে সুপারস্টারের সংখ্যাও কম নয়।

তালিকায় পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে এবার ভারতীয় ক্রিকেটারও আছেন। বিপিএলের নিলামে ‘এ’ ক্যাটাগরিতে আছেন বোলিং অলরাউন্ডার পীযুষ চাওলা। টিম ইন্ডিয়ার হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন চাওলা। তবে ২০২২ সালে আইপিএলে দল পাননি তিনি। অবশ্য এর আগে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০১৪ সালে আইপিএল শিরোপা জেতেন তিনি। সে বার ফাইনালে পাঞ্জাব কিংসকে হারানোর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। 

এছাড়া ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি। কিন্তু ২০২৫ সালেও কোনো দল নেয়নি তাকে। ১৯২ ম্যাচে ১৫৭ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ব্যাট হাতে ৬২৪ রান করেছেন।

উল্লেখ্য, নিলামে বিদেশিদের তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের 'এ' ক্যাটাগরিতে জনসন চার্লস, কেসি কার্টি, কিমো পল, ডমিনিক ড্রেকস, মোহাম্মদ হাসনাইন, জামান খান, আব্দুল সামাদ, উসামা মীর, শোয়েব মালিক, অভিষেকা ফার্নান্দো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জর্জ মানসি, জর্জ ডকরেল, বাস ডি লিড, ওয়েন পারনেল, শান মাসুদ, সালমান আলী আঘা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, চামিকা করুনারত্নে, জেফরি ভেন্ডারসে, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালঙ্কা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হারিস ও আমের জামাল রয়েছেন।

অন্যদিকে 'বি' ক্যাটাগরিতে সন্দীপ লামিচানে, আসিফ আলী, সালমান মির্জা, রিচার্ড এনগারাভা, স্কট এডওয়ার্ডস, হ্যারি টেক্টর, আলী খান, হাসমতউল্লাহ শাহিদি, ইসুরু উদানা, সৌদ শাকিল, রবি বোপারা, সামিত প্যাটেল, সাদিরা সামারাবিক্রমা, নাহিবউল্লাহ জাদরানের মতো ক্রিকেটাররা আছেন।

'সি' ক্যাটাগরিতে হায়দার আলী, জাহানদাদ খান, শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শাহজাদ, দিলশান মুনাবীরা, প্রমোদ মাদুশান, আসেন বান্দারা, আব্দুল্লাহ শফিক, কেনার লুইস, রেইমন রেইফার, শামার স্প্রিঙ্গার, অ্যাঞ্জেলো পেরেরা, আমির হামজা হোটাক, রস হোয়াইটলি, জশ লিটল, ডেন পেটারসন, কাসুন রাজিথা, বিজয়কান্ত বিশ্বকান্ত, লাহিরু উদারা, ইনোসেন্ট কাইয়া, অ্যালিক অ্যাথানেজ, অ্যারন জোন্স, আকিলা ধনঞ্জয়া, শেলডন কটরেল, রায়ান বার্ল, কার্টিস ক্যামফার, পল স্টার্লিংয়ের মতো ক্রিকেটাররা জায়গা পেয়েছেন।

এছাড়া 'ডি' ক্যাটাগরিতে উসমান কাদির, ব্রায়ান বেনেট, কাশিফ আলী, দীপেন্দ্র সিং অইরি, সালিম সাফি, আহমেদ দানিয়ালরা রয়েছেন। আর 'ই' ক্যাটাগরিতে নিমেশ বিমুক্তি, জশুয়া বিশপ, আসাদ রাজা, আসিফ শেখ, গুলশান ঝা, সোমপাল কামি, রুম্মন রাইস, মির্জা সাদ বেগ, চন্দরপল হেমরাজ, জনাথন ক্যাম্পবেল, এডওয়ার্ড বার্নার্ডের মতো ক্রিকেটাররা আছেন। 

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
কানাডা ও চীনের কৌশলগত অংশীদারিত্ব: ৪৯ হাজার চীনা ইলেকট্রিক …
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তা, অতিরিক্ত আইনশৃঙ্খলা বা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9