নিলামের আগেই যে ১২ দেশি ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়াল দলগুলো

দল পাওয়া কয়েকজন খেলোয়াড়
দল পাওয়া কয়েকজন খেলোয়াড়  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আমেজ শুরু হয়ে গেছে। নানা নাটকীয়তায় নিশ্চিত হয়েছে দলগুলো। আগামী ৩০ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। বিপিএলের নিয়ম অনুযায়ী নিলামের আগেই দলগুলো সরাসরি দুইজন করে ক্রিকেটারদের সাথে চুক্তি করতে পারে। সে অনুযায়ী ১২ ক্রিকেটার নিলামের আগেই দল পেয়ে গেছেন। এই ১২ বাংলাদেশি ক্রিকেটার কারা, কে কোন দলে।

বিপিএলে এবার অংশ নিচ্ছে ৬টি দল। দলগুলো হলো রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

প্রথমবার বিপিএলে এসেই চমক দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলে তারকা দুই খেলোয়ারকে। নোয়াখালীর হয়ে মাঠ মাতাবেন সৌম্য সরকার ও হাসান মাহমুদ।

রাজশাহী ওয়ারিয়র্স সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মারকুটে ওপেনার তানজিদ হাসান তামিমকে।

সিলেট টাইটান্সে দেখা যাবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও স্পিনার নাসুম আহমেদকে।

সাবেক চ্যাম্পিয়ন ও গ্লোবাল সুপার লিগের শিরোপাজয়ী রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানকে বাগিয়ে নিতে ভুল করেনি। সাথে তারা রেখেছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে

ঢাকা ক্যাপিটালস তারকা পেসার তাসকিন আহমেদের সাথে দলভুক্ত করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সহ-অধিনায়ক সাইফ হাসানকে।

অনিশ্চয়তা পিছু ফেলে দল নেওয়া চট্টগ্রাম রয়্যালস স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের সাথে বেছে নিয়েছে আরেক স্পিনার তানভীর ইসলামকে।

তবে আলোচিত খেলোয়াড়দের মধ্যে কোন দল পায়নি বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস, দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় মতো খেলোয়াড়রা। তাদেরকে ৩০ তারিখের নিলামের দিকেই তাকিয়ে থাকতে হবে।

 


সর্বশেষ সংবাদ